নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

সহজ স্বীকারোক্তি !

০২ রা জুলাই, ২০২২ রাত ২:৫২

ছবি নেট ।

আমি যাকে ভালোবাসতাম,
সে মেলাদিন আগের কথা
যখন ঘরে ঘরে সাদাকালো টিভি
আর বাড়ির ছাদে এন্টিনার দাপট।

আমি যাকে ভালোবাসতাম,
সে একটা " কিন্তু "রেখে গেছে
এই কিন্তুর মানে
নানান কিসিমের ইংগিত বহন করে
হয়তো ভালোবাসি !
তবে অতটা নয়
অথবা
ভালোবাসি সুবিধামতো
অনেকটা দল বদল করা
রাজনীতিবিদের মতো
সদা নিজের সুখটাই মুখ্য।

আমি যাকে ভালোবাসতাম, 
সে একটা নাম দিয়েছিল
যদিও খুব গোপনীয়
যা ছিল এক্কেবারে খাস বাংলায় বললে
অশ্লীল!
হপ্তায় দু তিনবার যখন আমরা মিলিত হতাম
সেই নাম
কোন এক প্রিয় রেকর্ড এর মতো বাজতে বাজতে
এক সময় থেমে যেতো রতি ক্লান্তিতে।

আমি যাকে ভালোবাসতাম,
সে আজ হয়তো কোন সমুদ্দুর পাড়ে বসে সুরুজ ডোবা দেখছে
আর আমি নিজের মনে ডুবে ডুবে তলিয়ে যাচ্ছি
ধীরে ধীরে।

আমি যাকে ভালোবাসতাম,
সে অমন ডানাকাটা পরী ছিল না
তবে তার শ্যাম বর্ন পিঠের ঘন কালো তিল
তিল তিল করে ভেতরে যে কাব্যের জনম দেয়
সে খুব আরামদায়ক
যন্ত্রণা লাঘব করার মলম
এ এক বাক্যে স্বীকার করি
সত্যি,
খোদার কসম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.