নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আমি তো জানি...

০১ লা অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৭

ছবি নেট ।

ভেতর বাহিরে তোমার
আঁধার
আলোর দরকার
খুব বেশি দরকার !

ভেতর বাহিরে তোমার
খেলা করে নানা অজুহাত
চোখ পোড়াচ্ছে রোদ্দুর
ফুরিয়ে গেছে রাত।

ভেতর বাহির তোমার
শূন্যতায় ঠাসা 
যে ঝড় চলছে
এ তো নয় অমন খাসা।

ভেতর বাহিরে তোমার
কেউ জানে না
জানি তো আমি 
চলছে
ভীষণ প্রেমের আবদার ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২২ রাত ৮:১২

শেরজা তপন বলেছেন: প্রিয় স্প্যানকড ,
ব্লগে একসময় দারুন প্রাণবন্ত ও সচল ছিলেন আপনি। কিন্তু ইদানিং কেমন যেন ম্রিয়মান-প্রাণহীন মনে হচ্ছে আপনাকে।
ব্যস্ততা নাকি অন্য কোন বিষয়?

০২ রা অক্টোবর, ২০২২ রাত ২:১৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ব্যস্ততা তার উপর মায়ের কিডনি ডায়ালাইসিস। দেখভাল একলা আমার করতে হচ্ছে। ঘরে বাইরে ভীষণ ব্যস্ত। তাই সময় হয়না তেমন। ভালো থাকবেন খুব।মায়ের জন্য দোয়া করবেন প্লিজ।

২| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

শেরজা তপন বলেছেন: অবশ্যই আপনার মায়ের জন্য দোয়া করছি! একবার ডায়ালাইসিস শুরু করলে সেটা কন্টিনিউ করতেই হয়- সপ্তাহে ক'বার করতে
হয়।
অনেক হ্যাঁপা যদিও তবে কিডনি পাল্টানোর চেষ্টা করা উচিৎ। আপনি উঁনি সহ আপনাদের সবাই ভাল থাকুন।

৩| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। সপ্তাহে তিন দিন। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.