![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
আমি ঘুমাই না
ঘুম আমাকে টানে
বড় জোর বলা চলে
ঘুমিয়েই বেলা দেয় পাড়ি
ঘুমকে কেন্দ্র করে
একটা সিগারেট জ্বলতে জ্বলতে নিভে।
আমি বহুদিন কোথাও যাই না
চুপ করে মানুষ দেখি
ঘামে ভেজা হাতে পিছলে গড়িয়ে পড়ে সুখ
সুখকে কেন্দ্র করে তোমাকে টানি
আমি গলতে গলতে ভিসুভিয়াস আঁকি
তখন আর ডান বাম দেখি না
সিধা তোমার আঁচলে এ জগতের সমস্ত কষ্ট
পুঁটুলি বাঁধি
এক্কাদোক্কা ছক্কা মারি।
আমি ঘুমাই না,
লাল চোখে তোমাদের নোংরামির সাথে পরিচিত হই
একটু একটু নোংরা জংলীপনায়
খুব পাকাপোক্ত ট্রেনিং নেই
এরপর প্রশ্ন করি
কোথাও কি সুখ আছে?
প্রশ্নটা কে কেন্দ্র করে
তোমার ঠোঁটে দেখি
শতাব্দীর সেরা ম্যাজিক !
০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০২
মোঃ আসিফ আমান আপন বলেছেন: সুন্দর