নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

দূরে থেকে আরও দূরে ....

০৪ ঠা অক্টোবর, ২০২২ রাত ১০:২৯

ছবি নেট।

চল যাই নীল জল সমুদ্রে
দূরে থেকে আরও দূরে
বেড়াই ভেসে
তীব্র সুখে।

চল যাই ফেলে ছাইপাঁশ
লাগুক দেহে মনে
প্রেম আগুনের আঁচ
হোক কিছু ভুল
হাওয়ায় উড়ুক চুল
চুমু খাই খুব ঠেসে।

কান পাতি রেলের হুইশেলে
গন্তব্য জানি না 
রাখি নয়ন
ডান বাম সব খানে।

মন গহীনে
নামে তোর ঘুঘু ডাকে
নিদ্রাহীন লাল চোখ
ভেতর বাহির ভীষণ অবুঝ
যাই চল
দূরে থেকে আরও দূরে।

একই সুর রোজ
দ্যাখ চেয়ে
আসছে আলো
আসতে তো হবে
প্রেম ফুরায় না
সত্যি ,
মিথ্যে না
শোন তবে !
ভালোবাসি খুব
এখনো ফোটে ফুল বাগান টবে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:৩০

মুনাওয়ার সিফাত বলেছেন: কবিতা ভালো লেগেছে। তবে কবিতার সাথে ছবিটা আমার কাছে বেমানান লেগেছে।

২| ০৫ ই অক্টোবর, ২০২২ রাত ১:৫৫

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.