নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
পাগলী,
শুদ্ধ হতে তোর কাছে এলাম
শুদ্ধ হওয়া হলো কই?
অশুদ্ধ বারবার হই।
চাঁদ আনার নেশায়
পথে বাড়ালাম পা
এলো তোর বাঁধা
বললি,
চান সুরুজ তুই
দূরে গেলে ডুবি
একলা কেমনে শুই।
অমন রাঙা দুটি ঠোঁট
চুম্বনে চুম্বনে
শরত আলোর মতো ফর্সা
আরও লাল
যেন পিকাসোর ছবিতে
নরম তুলির পাকাপোক্ত টান
নতুন বার্নিশ।
আমি নাকি
ভীষণ অসভ্য
ভীষণ একরোখা জেদি
লাজুক চোখে
করলি নালিশ !
অসভ্য স্বভাবটা
আজও জিইয়ে রেখেছি
সময় হলে
পাগলী ;
পাগলী ;
নগদ চেয়ে নিস।
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৭
স্প্যানকড বলেছেন: হুম, ঘটনা সত্য ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:১১
কালো যাদুকর বলেছেন: ছবিটি খুব সুন্দর। আপনার কবিতা বেশ রোমান্টিক হয় সব সময়।
০৬ ই অক্টোবর, ২০২২ রাত ৯:২৮
স্প্যানকড বলেছেন: প্রেমিক মানুষ তো তাই ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৩| ০৬ ই অক্টোবর, ২০২২ রাত ১১:০২
মামুinসামু বলেছেন: প্রেমিকই কবি, কবিই প্রেমিক
০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১০
স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! ধন্যবাদ। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪
মামুinসামু বলেছেন: হলেম না হয় অসভ্য
ভুলে সব কর্তব্য