নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
স্বপ্ন ঘুড়ি,
কেমন আছ ?
চাইলেও আর ধরতে পারছি না
বলতে পারছি না,
শরতের আলোর মতো
শিমুল তুলার মতো নরম তুমি।
স্বপ্ন ঘুড়ি,
কোন এক শীতের সকালে
গায়ে তোমার গোলাপি কার্ডিগান
আমার পুরনো সেই সোয়েটার
কুয়াসা ভেংগে ভেংগে
শীতল জল ছুঁয়ে ছুঁয়ে
আটকে পড়া কচুরির ফুল
গুঁজে দিয়েছিলাম
মেঘ কালো তোমার চুলে
ভেসে গেছি বহুদূরে নানান খেয়ালে।
স্বপ্ন ঘুড়ি,
সুনসান এক অলস দুপুরে
এসেছিলে আমার ঘরে
তোমার প্রিয়
মানিক বাবুর উপন্যাস
আমার চণ্ডিদাস।
আজও মনে আছে
বর্ষা ভেজা এক সন্ধ্যায়
তোমার ওষ্ঠ
মরাল গ্রীবা ছুঁয়ে ছুঁয়ে
গলেছি দুজন
কেমন করেছি ফিসফাস !
স্বপ্ন ঘুড়ি,
তোমার শহরের রাতগুলো
বড্ড বেশী জাঁকালো
খবরে শুনি,
ভেজাল নাকি বেড়ে গেছে সাদায় কালো
সাবধানে থেকো
ছিলে তুমি
এখনো আছো
তুমি যে আমার
সব বিলিয়ে পাওয়া একমাত্র আলো।
১৩ ই অক্টোবর, ২০২২ রাত ১:২৫
স্প্যানকড বলেছেন: কমেন্ট নিয়ে ভাবি না এমনকি এর সংখ্যা ! ধন্যবাদ মন্তব্যের জন্য। লিখতে ভালোবাসি তাই লিখি রোজ। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২২ রাত ৮:২৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাহ! দারুন, দারুন হয়েছে। এতো ভাল একটি লেখায় কমেন্ট নেই দেখে আবাক হলাম। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। ভাল থাকবেন, আরো লিখবেন।