নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বন্ধ হোক রাগ গোসসার কারবার !

১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৬

ছবি নেট ।

আমার আমি জানি
কতটা দরকারী তুমি
আমার চারপাশ জানে
কতটা ভেতরে ছিলে তুমি।

রেলের বগির মতো
একটার সাথে আরেকটা যুক্ত
যে মেঘের দল এদিক সেদিক ঘোরে
ওদের পানে চেয়ে
তোমার কথা শুধাই কত।

ভোরের যে পাখিগুলি ডানা ঝাপটিয়ে
চলে যায় লোকালয়ে খাবারের খোঁজে
যে পথিক হেঁটে এসেছে বহু কিছু ছেড়ে
ওরা জানে
ওরা জানে
কতটা একলা আমি
রাতদিন আমার
কেমন বিরহে পোড়ে !

তোমার সেই হাসি
সেই ডাগর দুটি আঁখি
সেই চঞ্চলতা
চুমু আর উষ্ণতা
সব আজ ফিরে আসতে চাইছে
সব আজ আগের মতন প্রাণ চাইছে
চুপচাপ কেন তুমি?
অনেকটা দীর্ঘদিন সেলফে রাখা
ধুলোজমা কিতাবের মতো।

হে প্রিয়,
একটি বার দাও সুযোগ 
আমি উলটে পালটে
তোমায় ছুঁয়ে ছুঁয়ে
মুছতে থাকি সমস্ত ক্ষত।

হে প্রিয়, শোন
বন্ধ কর তোমার
রাগ গোসসার কারবার
বেলা শেষের দিকে
হাওয়া বইছে খুব।

যেকোন কিছু ঘটতে পারে
সব ভুলে
সব ভুলে
চলো,
প্রেম যমুনায়
যেমন খুশি অমন দেই ডুব। 

১৬ অক্টোবর ২২।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪১

ফুয়াদের বাপ বলেছেন: অভিমান মন জানে না কখন
রাগ গোসসার অনলে গলেছে,
হৃদাকাশে শুধু শূন্যতা,
একাকীত্ব, ভীষন্নতা।

এর চেয়ে বরং
ছেড়ে দিয়ে ঢং
রাগ-গোসসা যাক চুলায়
সব ছেড়ে দে ঝাপ যমুনায়...

১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

স্প্যানকড বলেছেন: শোনে না সে শোনে না...হা হা হা... ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২| ১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৪

কামাল৮০ বলেছেন: আপনিতো চাঁদ কে দুইভাগ করে ফেলছেন।

১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৮

স্প্যানকড বলেছেন: চাঁদ আমার দুইটা একটা আসমানে আরেক টা আমার বুকে । ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বন্ধ।

১৬ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

স্প্যানকড বলেছেন: হয় না তো বন্ধ । ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ১৬ ই অক্টোবর, ২০২২ রাত ৮:৫১

জগতারন বলেছেন:
কবিতা পড়লাম,
আমার ভালো লাগলো।

১৭ ই অক্টোবর, ২০২২ রাত ১২:০০

স্প্যানকড বলেছেন: তাই ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৫| ১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:২৫

শেরজা তপন বলেছেন: প্রিয়তমা কি খুব বেশী গোস্যা করেছেন ভ্রাতা?
এত টানা হ্যাঁচড়া করলে গোস্যা করা স্বাভাবিক! :)



*বব্ধ হোক রাগ গোসসার কারবার ! ~ শিরোনামে টাইপোটা ঠিক করে দিয়েন।

৬| ১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৫

স্প্যানকড বলেছেন: টানতে দিল কই ?? ধন্যবাদ মন্তব্যের জন্য। ঠিক করে দিয়েছি। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.