নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

এখনো আমি..... !

১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৫

ছবি নেট।

এখনো আমি তোমার অপেক্ষায় আছি
রাত-দিন জাগি
নির্ঘুম চোখ
বারান্দার পায়চারি
দীর্ঘদিনের স্বাক্ষী।

আমি,
তোমার অফিসের সামনে দিয়ে
রোজ আসা যাওয়া 
পাঁচ ছয় বার কমছে কম করি
কখনো কখনো
ইচ্ছে করে প্যালেস্টানিদের মতো
ঢিল ছুঁড়ে মারি
অথবা
গুলতি দিয়ে কাঁচটা গুড়িয়ে
তোমায় ছিনিয়ে আনি।

এতো কিসের কাজ?
কিসের এতো অর্থের পিছনে ছুটে মরা?
ঘড়ির সনে পাল্লা দিয়ে বাঁচা
ধ্যাৎ !
ওসব যে প্রেমের কাছে নস্যি ।

এখনো আমি তোমার অপেক্ষায়
দুয়ার খোলা রাখি
হাত বাড়ালেই
সেই আমি
কাঁচা-পাকা সেভ না করা
খোচাখোচা দাড়ি ।

সিগারেটের অর্ধেক পোড়ছে
বাকীটা ছাই হয়ে
ঘরের মেঝেতে হাওয়ার সনে ঘুরছে
এঁটো চায়ের কাপ
টি-শার্ট কমদামী ।

এখনো আমি তোমার অপেক্ষায়
মরার আগে যেমন লাগে জল পিয়াস
অমন কষ্ট নিয়া বাঁচি
তোমার মুখপানে
এখানো কেমন ভিখেরির মতো
হা করে তাকিয়ে থাকি ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪২

অপ্‌সরা বলেছেন: অপেক্ষার অবসান হোক। :)

নতুন কবিতা লেখা হোক

১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

স্প্যানকড বলেছেন: সে তো বোঝে না এমন কি শোনে না ! এমন না যে সে অসুস্থ। সুস্থ তরতাজা ফুলের মতো হৃষ্টপুষ্ট। কি যে করি বড় জ্বালায় আছি। তাই কবিতা নিয়া আছি। অপেক্ষার ও শেষ হয় ! তবে হবে আবার নতুন কবিতা নতুন করে। ধন্যবাদ আপু। ভালো থাকবেন খুব।

২| ১৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩১

মিরোরডডল বলেছেন:




এতো ভালোবাসা, অনুরাগ, একসময় যদি সে হারিয়ে যায় কেমন লাগবে তখন !
বাঁচবেতো তাকে ছাড়া !
সেই অনুভূতি নিয়ে একটি গান ।





১৯ শে অক্টোবর, ২০২২ রাত ১:৩২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য আর সুন্দর একটি গান দেয়ার জন্য। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.