নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

লীলাবতী কহেন সাহিত্য !

২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৩৫

ছবি নেট ।

তুমি বেশ জ্বালাতন কর
ঐ যে কার্নিশে বসা
দুষ্ট চড়াই এর মতো।

চোখের পলকে নীচ উপর
গুনে দেখলাম এ পর্যন্ত
ষোল কিংবা সতেরো
যদিও কোন মরদের
নেই শক্তি এতো !

যাবে নাকি বিলেত !
থাকবে হপ্তাহ খানেক

সাবধানে থেকো 
শোন মিয়া সাহেব ,
বিলেতি মেয়েরা সিলিকনে
খোলা রাখে বুক
তাতেই নাকি
বেহুশ কোটি যুবক
রাত দুপুরে খুন !

তুমি ইদানীং 
অসময়ে দরজার কড়া নাড়ো
যদিও
নও তুমি চড়াই ! 
তবু কর বড়াই।

খামাখা
কাঁচা পেঁয়াজ,
দুধ, ডিম নিয়া কর লড়াই ?

আসলে
তুমি,
তুমি,
ধ্যাৎ !
শেষমেশ তছনছ করেই ছাড়ো। 

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২২

বাংলার এয়ানা বলেছেন:


শেষহমেশ তছনছ করেই ছাড়। বাহ বেশ বেশ

২০ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৪২

স্প্যানকড বলেছেন: হুম ঘটনা সত্য ! তছনছ এর আশায় বসে থাকা হয় । হা হা হা... ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৩| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ৮ থেকে ২০ তম লাইন সব থেকে চমৎকার ।

২১ শে অক্টোবর, ২০২২ রাত ৩:০৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.