নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

টুনটুনি পুষি !

২২ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৫

ছবি নেট ।

বুক গহিনে ছোট একটা টুনটুনি দৌড়ায় রোজ
সে তো তুমি !
অবাক কান্ড বোঝনা বুঝি ?
কেন তোমাকে দেখলে এক গাল হাসি ?
কেন নতুন কবিতার ছন্দ বুনি ?
বলতো,
কেন কেন
এতো ভেতরে আসলে তুমি ?

বুক গহিনে ছোট একটা টুনটুনি পুষি
রোদ ঝড় যাই আসুক
এমন কি কার্তুজে ঠাসা গুলি
সব অকেজো
প্রেমের কাছে ওসব তো ধুতরা ফুল !
ঠুনকো
নষ্ট জল।

টুনটুনির একটু খুক করে হলে কাশি
বা
একটু হলে মুখ মলিন
আমি যে পাগলের মতো এদিক সেদিক ছুটি
স্রষ্টার কাছে জান ভিক্ষে চেয়ে চেয়ে
দু গাল ভাসিয়ে কাঁদি। 

বুক গহিনে আকাশসম প্রেম নিয়ে
রাত গভীরে টুনটুনির ফিসফিস
রাজ্যের কথা
মাঝেসাঝে দেয় বকা
চুমুও খায়
ঠোকরে ঠোকরে ঠোঁট করে রক্তিম।

কেউ শোনে না
কেউ জানে না
টুনটুনির প্রেম
জীবনের চেয়েও দামী !
বুক গহিনে আজকাল
ছোট একটা টুনটুনি রাখি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৮

মিরোরডডল বলেছেন:




টুনটুনির প্রেম
জীবনের চেয়েও দামী !


এগুলো কবিতা পর্যন্তই ।
বাস্তবতা অন্য কথা বলে ।



২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

স্প্যানকড বলেছেন: হা হা হা.... আসলেই কেউ কথা রাখেনি ! সে যাই হোক কেমন আছেন ? শীত আসছে ? ধন্যবাদ, ভালো থাকবেন খুব।

২| ২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫০

মিরোরডডল বলেছেন:




বাস্তবতা বলে যখন প্রেমে পড়ে তখন এরকম বলে ।
যখন প্রেম করে, তখন অন্য কথা বলে ।
যখন প্রেম শূন্য হয়ে পড়ে, তখন আবার অন্য রূপ !
পরিবর্তন আর পরিবর্তন ।

শীত? নাহতো ।
এখানে বসন্ত ।


২৩ শে অক্টোবর, ২০২২ রাত ২:৩৫

স্প্যানকড বলেছেন: নিজের অবস্থান এবং আর্থিক অবস্থান সব কিছুই এই পরিবর্তন এর সাথে জড়িত। বসন্ত ! তাহলে তো আপনি আনন্দের সুমুদ্দুরে ভাসছেন। ভালো থাকবেন খুব। ধন্যবাদ।

৩| ২২ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৫

অপ্‌সরা বলেছেন: বাহ! টোনা আর টুনির কাব্য

২৩ শে অক্টোবর, ২০২২ রাত ২:৩৭

স্প্যানকড বলেছেন: টুনির জন্য প্রেম এবং কাব্য। টোনার জন্য বিরহ সম্ভাব্য ! সে যাই হোক নিশ্চিত ভালো আছেন এ আশা করছি। ভালো থাকবেন খুব। ধন্যবাদ।

৪| ২৩ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার মিরোরডডল সংগে একমত। সময়ের সংগে প্রেম পরিবর্তিত হয়।

২৩ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৫

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! আমিও সহমত পোষণ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.