নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

কাহিল সম্প্রদায়ের একজন !

২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৬

ছবি নেট ।

কবেই আমি দিয়েছি ইস্তফা
ছিলাম না কারো সাতে কিংবা পাঁচে
ছিলাম না কোন দলে
যাইনি ডানে বামে
আমার কলম চলে
তোমাদের ভীষণ জ্বলে।

না,
ওদের কোন দীপাবলি
বা
নেই ঈদ পুজা
এমনকি ছুটিছাটা !
বারো মাস উপোস
বারো মাস নিখোঁজ।

দিস্তা ভরা কাগজে
মিডিয়া নিউজে
ন্যাংটো মরে আছে
আসে এমন খবর
জানাযা নেই
কিচ্ছু নেই
মিলে না ঠিক কবর !

ওদিকে বেজন্মা কুকুর
আছে কিন্তু জব্বর 
গায়ে গতরে চর্বি বেশ
খেয়েই চলেছে দেশ !

তোমাদের বাজেটের কতটুকু
পায় ওরা ?
কোনদিন চায়নি তো
হাতি, গাড়ি, ঘোড়া ।

তিন বেলার বদলে
এক বেলায় নেমেছে ক্ষুধা
জুটছে না
জুটছে না
আর কত রইবে চুপ মাবুদ খোদা !

আজকাল এটাই রেওয়াজ
মুজিব নোট বিদেশে ডলার
যতই দামী হোক আলু পেঁয়াজ
ধরবে কে ওদের কলার !

ওরা যায়নি কখনো সমুদ্র স্নানে
ওরা জানে না কি করে
খেতে হয় চুমু
প্রেয়সীর ঠোঁটে 
অতশত ওরা চায়নি কোনদিন
গোটা জীবন যাদের মলিন।

আমি ওদের একজন
নেই কোন দল
নেই কামান গোলা সমেত প্রশাসন
খেটে খাই রোজ
নিজেই নিজেকে দেই বুজ।

দ্বিতল বাড়ি যাদের বেড়ে হয়েছে দশ
কি এমন কারসাজি
কেমনে হয় এমন উন্নতি ?
মালেমাল
নেই যাদের লস।

ওদের ক্যান ছুঁয়ে যায় না বান তুফান ?
এমন কি আজরাইল !
আমরা হালায় বোকাচোদা
কইতে কইতে আজ কাহিল।













মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

২| ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:



চলছে নৈরাজ্যবাদ, সবাইকে নিজের চেষ্টায় বাঁচতে হবে।

২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১১

স্প্যানকড বলেছেন: মুরুব্বি রাস্তা বাতলাইয়া দেন ! কইয়াই খালাস। ধন্যবাদ।

৩| ২৫ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

কামাল৮০ বলেছেন: ক্ষমতা দখলের কথা কেউ বলে না।যেই শ্রেনী ক্ষমতায় তাদেরই জয় হয়।তাদেরই ভরে যায় গোলা। যাদের নাই তাঁরাই দলে ভারি কিন্তু তারা ক্ষমতা চায় না কেবল ভাগ চায়,ভাগাভাগির মালিক হতে চায় না।

২৬ শে অক্টোবর, ২০২২ রাত ২:৪০

স্প্যানকড বলেছেন: অমন মারদাঙ্গা গন্ডগোল পাকানো লোকজনের সাথে পেরে উঠা মুশকিল যদি আল্লাহ না সাহায্য করে। সেইটা এ জনমে আর হচ্ছে না ! এরাও কোনদিন জাগবে না মনে হচ্ছে। যাচ্ছে যাক সব গোল্লায় ওদের ভারী হোক পাল্লা ! ভালো থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.