নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জীবনের বাস্তবতা !

৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৪:২৩

ছবি নেট।

আপনার হৃদয়ে প্রেম আসেনি মনে হয়; আপনি যা লেখেন, এগুলো কেমন যেন জীবনের কবিতা নয়। ইহা শ্রদ্ধেয় মুরুব্বি গাজী সাহেবের উক্তি।

তাই আজ জীবনের সাথে জড়িত অমন কিছু অনু কবিতা দিলাম। বেয়াদবি নিয়েন না মুরুব্বি।


কোমড়ে নাই শক্তি
হারবালেই নাকি এ শতকে মুক্তি !

মাইয়া, তোমার কাছে সেই সেরা
সহজে খুলে নেয় যে প্যান্টি ব্রা।

ভেতর যাহার পঁচা
ঘটনা সত্য আসলেই সে ধ্বজা।

চুপ চুপ অনামিকা চুপ
উচিত বলোনা
সরকার জেনে গেলে
আস্ত রাখবো না।

ভালোবাসা পেতে
ভালো বাসা থাকা লাগে।

ইদানীং ব্যাথা পাই মনে
কেউ শোনে না তাই কানে।

থাকনা থাকনা
সামান্য ব্যাথা বেদনা
হাসন রাজা দর্পনে দেখে
তার সমস্ত বাল পাকনা !


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৩৫

সোনাগাজী বলেছেন:



দেখেন, আপনি যা অনুভব করেন, সেটাই আপনার বাক্য।

০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

স্প্যানকড বলেছেন: খারাপ লেখছে ইহা কিন্তু সত্য । ভালো থাইকেন মুরুব্বি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.