নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

থাইকো মিয়া সাহেবরা তৈয়ার !

০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪২

ছবি নেট ।

পাখির কন্ঠে আজও নানান সুর
বেহায়ার মতন রোজ ফুটে ফুল
ভুল !
এসব কি এক্কেবারে ভুল ?
ওরা মানুষ হলে
সত্যি! খিস্তি দিয়ে বেড়াতো
দেয় হয়তো
নবী সোলেমান থাকলে বলে দিতো
ইতর হলেও
বিশ্বাসী কিন্তু কুকুর !

কি দরকার এতো হাজার মিথ্যে বলার ?
কি দরকার
অমন গাড়ির বহর নিয়ে ঘুরে বেড়াবার?
এ দেশ রক্ত ইজ্জতে পাওয়া
জমিন থেকে আসমান
অথবা সংবিধান বাংলার
আছে কোথায় লেখা
এ দেশ কারো বাপ দাদার !

একটা শিশি নিয়ে দাঁড়িয়ে থাকি
ঘন্টার পর ঘন্টা
সামান্য তেল নাই রান্নার
দুইটা লংকা,
পেঁয়াজ আর ডিম যোগাতে
মাথার ঘাম পায়ে গড়ায় সহস্র কোটিবার।

কি দরকার ?
কি দরকার ?

খেয়ে যাচ্ছ খাও
ভালো করে হৃষ্টপুষ্ট গতর বানাও
আখেরে দুটো কথা শুনে যাও
ডান বাম বুঝিনা
কোন শালাকে *দিনা !
থাইকো তৈয়ার
যেকোন দিন
যেকোন সময়
খবরের শিরোনাম
রক্ত ! রক্ত ! রক্ত !
কবিতা দিয়ে
ফাটিয়ে দেব সব শালার গুহ্যদ্বার !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪

লেখোয়াড়. বলেছেন: আছি ভাই তৈয়ার।

০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪১

স্প্যানকড বলেছেন: হুম, থাইকেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.