নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
তোমার প্রেম যেমন সুন্দর
তেমনি ঘৃণাও
যেদিন একদম পাকা করে ফেললে
চলে যাবে তুমি
ছিল সেদিন ছুটির দিন।
যখন বললে,
আমি এক্কেবারে অসহ্য
বাতিল মাল !
আমাকে দাহ্য করার
এমনকি শায়েস্তা করার
এ ছাড়া অন্য কোন উত্তম পন্থা
আপাততঃ
হাতে নেই তোমার
সে সময় আমি মুগ্ধ হয়ে দেখেছি
কি নিপুণ অভিনয় !
একই দৃশ্য টেনে দেখেছি বারবার
না,
একচুল নেই ভুল
একদম নিখুঁত কারবার
অস্কার!
নিশ্চিত অস্কার
সাধ্য নেই কারো ঠেকাবার।
সত্যি ছিল যা বিস্ময়কর
কোন মঞ্চে দেখিনি তোমায়
তোমায় চিনি জানি যতদুর
পছন্দ করোনি তো কোনদিন
কোন থিয়েটার।
তোমার প্রেম যেমন সুন্দর
তেমনি ঘৃণাও
চলে যাচ্ছো তুমি
ডিজেল পোড়া হাওয়া
তোমার চুল করে দিচ্ছে এলোমেলো
বিন্দু বিন্দু ঘাম থুতনিতে জমা।
কি যে এক অপরুপ চিত্র !
এখনো রাতভোরে চালু করে দেই
বাজিয়ে চলেছি পুরনো সেই ক্লিপ
বিজ্ঞাপন নেই
এমনকি হালের লোডশেডিং !
কি যে এক হাহাকার
কবিতার যত ছন্দ
প্রতিটা শব্দ
চমৎকার ! চমৎকার !
তোমার পিছন পিছন চলছে মিছিলের মতো
তোমার হুশ নেই
অথচ
কোথাও আগুন নেই
চারপাশ ঠিকই ছারখার।
আমি জীবনান্দ বাবুর মতো
ট্রামের অপেক্ষায়রত
হাতের তালুতে রেখেছি বরফ শীতল কমলা।
ঐ তো হাসছে বনলতা!
এক, দুই, তিন
খসে পড়ছে কমলার খোসা
ঐ তো ডাকছে এলোকেশী মেঘ
ঐ তো দেখছি সাদা বকের বাসা
উফফ !
কি মায়া
কি ঘন ভালোবাসা !
পুনশ্চঃ
তোমার প্রেম যেমন সুন্দর
তেমনি ঘৃণাও
তুমি অতুলনীয়
সুখে থেকো
হে প্রিয়,
সুখে থেকো
সময় হলে কোন এক বৃষ্টি ভেজা দুপুরে আসিও।
০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন নাজনিন ৭১।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২২ সকাল ৭:১৫
Naznin71 বলেছেন: কি দারুন প্রেম আর তার কাব্য। খুব চমৎকার লেগেছে কবি।
"অথচ
কোথাও আগুন নেই
চারপাশ ঠিকই ছারখার"