নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
ইদানীং ভুলভাল মেলা বকি
বিহানে কাকের ডাকাডাকি
একটু রইদ চড়লে
হর্ন চুতমারানি !
আশায় তো বুক বাঁধি
পাশ ফিরলে তুমি
হাত বাড়ালেও তুমি
গায়ে গায়ে ঘষাঘষি
ফোসকা পড়বে
গরম গরম ভাঁপ-ওঠা
না, না
এসব এক্কেবারে আজকাল হচ্ছে না
কেমন পানসে জীবন
কেউ হলো না
কেউ এলো না
কেউ ধইরা, ছুঁইয়া
এমনকি
টিপ দিয়া হালায়
বাজাইয়া দেখলো না
তাইলে না হয় বুঝতাম
কতদূর তুলতে পারি সুর?
জানা হতো
জীবন হয় কেমন মধুর?
শোন নারী,
শোন,
মাঝেসাঝে কামড় খামচি দিও
না, না
লাগাবো না কোন প্রতিষেধক
বা মলম !
প্রেমিক আমি
থাক না
থাক না
কিছু চিহ্ন জখম !
০৬ ই নভেম্বর, ২০২২ রাত ৩:১৫
স্প্যানকড বলেছেন: এরচেয়ে ভয়ানক গালি হলিউড বলিউড এর মুভিতে চলে। তাছাড়া গালিও ভাষার অংশ। বেশীরভাগ গরীব অসহায়ের বুলি উহা। গালি সাহিত্যে বহু জন দিছে। আমারটা সরাসরি এই যা ! হর্ন শুনেন না তা কতোদিন। দিনের পর দিন শুনতে শুনতে কান খারাপ এর দশা ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাহ!!!
০৬ ই নভেম্বর, ২০২২ রাত ৩:১৬
স্প্যানকড বলেছেন: আহ ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৫
মিরোরডডল বলেছেন:
কবিতায় বাজে গালি দিয়েছে, না দিলেও পারতো, তাই কমেন্ট করলাম না