নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ছিপি শিশির গল্প !

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৩

ছবি নেট। চিত্র শিল্পী মনিকা লুইনিয়াক ।

আমার শুকনো বুক
ছুঁলে তুমি
অমনি বয়ে চলে পাহাড়ি ঝর্না থেকে নদী
না ছুঁলে
মরুদ্দান খড়খড়ে ধুলি মাটিতে গড়া আদম মুর্তি
কথা নাই
বার্তা নাই
ফ্যালফ্যাল উদাসী দৃষ্টি !

এতোটা গভীরে ঢুকে গেছ তুমি
চাইলেও বের করা 
এমন কি !
ঘাম ঝরা কষ্ট হলেও
মিলছে না মুক্তি ।

আমি আকাশ সমান বিস্ময় নিয়ে
তাকিয়ে তোমায় দেখি
কি চমতকার !
ঢেউ ভেংগে ভেংগে
তীরে এসে কুল গড়া হাসি ।

কষ্ট হয়না !
কষ্ট হয়না !

আমাকে বশ করার খেলায়
এভাবেই তুমি বারবার বিজয়ী। 

সত্যি !
তুমি আমাকে রাতভর জাগিয়ে রাখতে বাধ্য কর
আমিও নত মস্তকে
তোমার পথ অনুসরণে ব্যস্ত
মগজের ভেতর সেই মধ্যরাত পেরিয়ে ফজরের ওয়াক্ত
দ্রুতবেগে রেলের মতন ছুটে চলেছ
কোন সিগনাল
কোন লাল নিশান
কোন সীমানা
তোমাকে রুখতে পারে না
বেশ উপভোগ করি
ঘড়ির এলার্ম এখন অকেজো
যেখানে তুমি।

চোখ বন্ধ করে লিখে দিতে পারি
নিয়ে এসো
স্টাম্প দলীল যত হোক দামী
নখ থেকে মাথার চুল অব্দি
কিছুই যে ছাড়া যায়না
সবটাতে প্রেম
কবিতার ছড়াছড়ি ।

কষ্ট হয়না !
কষ্ট হয়না !

ফিসফিস উত্তর তোমার,
প্রেমের সকল সীমা পেরুতে
তোমার সনে অমন আঠার মতন মিশি।

উফফ ! খোদা
আমি ছিপি
আসলেই
আসলেই তুমি
শরাব ভর্তি শিশি !






মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৪

অপ্‌সরা বলেছেন: প্রেম আর ভালোবাসাও এক নেশা।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

স্প্যানকড বলেছেন: সে নেশাই খাইল মোরে ! তাইতো এতো কবিতা রোজ। এতো বিরহ রোজ হৃদয় বেশ জমা করে। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

২| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

অপ্‌সরা বলেছেন: বিরহ ছাড়া কবিতা হয় না।

ভেরী গুড!

বিরহ খাও ছেকাও খাও আরও বড় কবি হও।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৪

স্প্যানকড বলেছেন: বিরহ খাইছি, প্রেম ও খাইছি কিন্তু সত্যি বলতে কি কবিতার চেয়ে কিছু নেই খাঁটি। ছোট বড় বুঝি না কবি হতেও চাইনা শুধু লিখতে চাই। ধন্যবাদ আপু। এমন মন্তব্য পেলে চোখ ভাসে জলে। ভালো থাকবেন খুব।

৩| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

ফুয়াদের বাপ বলেছেন: আহা! কী তৃপ্তিদায়ক মুগ্ধকর পাঠভোগ্য কাব্য!

অবাক হয়ে ভাবি, কবির নিউরন তটে কাব্যর এমন নিখাঁদ ভাব কিভাবে অনুভব হয়!

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৬

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ফুয়াদের বাপ ! জানি না কোথা থেকে আসে? তবে কবিতা ছাড়া আমি অবশ একদম অচল।ভালো থাকবেন খুব।

৪| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: বেশ লেগেছে "স্ট্যাম্প দলিল যত হোক দামি - নখ থেকে মাথার চুল অবদি - কিছুই যে যায়না ছাড়া- সবটাতে প্রেম কবিতার ছড়াছড়ি"

চর্চা চালিয়ে যাও ।

৫| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৮

স্প্যানকড বলেছেন: ইন শা আল্লাহ। আপনি পাশে থাইকেন দোয়া আশীর্বাদ দিয়েন। ওতেই হয়ে যাবে। ভালো থাকবেন খুব খুব। ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য।

৬| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪৪

ইসিয়াক বলেছেন:







অতীব মনোহর।

০৮ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৪৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। কেমন আছেন ? ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.