নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

অসামাজিক থেকে সামাজিক !

০৯ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪

ছবি নেট ।

আমি এমন দেখেছি ঘোমটা বোরখা পড়া ধার্মিক মেয়ে দর্জির দোকানে যেয়ে বলে," এই যে ভাই ! এইবার এর জামাটা কিন্তু ঠিকঠাক বানাইয়েন। আগের মতন ঢিলা যাতে না হয়। একদম ফিটিং ! "

দর্জি ব্যাটার চালাকি উত্তর " আসেন আপা, মাপ টা নিয়া নেই। আগেরবার কর্মচারী বানাইছিল তাই হয়তো অমন হইছে। এইবার আমি বানাইয়া দিমু একদম ফিটিং ! "

দুজন দুজনের চোখের ভাষা বুঝল কি না বলতে পারছি না। তবে দর্জি ব্যাটার চোখ যে পুরুষাঙ্গ হয়ে গেছে উহা শতভাগ নিশ্চিত!

সামনে বিয়ের মৌসুম আসছে। শীত মানেই বিয়ে ! শীত মানেই হুজুরদের বেড়ে যায় খিদে ! সে যাই হোক যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য টিপস যাকে বিয়ে করছেন বা করতে যাবেন অবশ্যই তার এলাকার দর্জির কাছে যেয়ে মাপ জেনে নিবেন। এতে লসের সম্ভাবনা কম। হা হা হা

আর যারা প্রেমের পর বিয়ে করতে যাচ্ছেন তারা তো সব জেনেই বসে আছেন। এখন ঘোমটা টেনে সাধু সেজে আছেন !

যাই হোক এই যুগ হচ্ছে ফিটিং এর যুগ। যত ফিটিং তত মিটিং ! এসব ভাবতে ভাবতে আমি নিজেরে জিগাইলাম, আমি কোন দলে ? ফিটিং দেখার ? না, ফিটিং দেখে সহ্য করার ? 

কিছুক্ষণ তেমন জুইত সই জবাব না পেয়ে ভরকে গেলাম। পরকক্ষনে জবাব এলো, আমার কামনা আছে  হুম এ তো অস্বীকার করার উপায় নেই । আমার প্রেম আছে তাও অস্বীকার করার উপায় নেই। আমার বিরহ পাওয়া না পাওয়ার বেদনা আছে। তাও অস্বীকার করার উপায় নেই। তাহলে আমি ঠিকঠাক ফসফরাস, হরমোন, রক্ত মাংসে চামড়ায় মোড়ানো খোদার বানানো একখান মানুষ নামধারী প্রোডাক্ট।

আমি ধার্মিক অত নই আবার অধার্মিক এমনকি বকধার্মিক নই। মাঝেসাঝে খোদার কাছে কান্নাকাটি করি। তবে এ সত্যি, আমার প্রেম, বিরহ, আদর চুমু, সব কবিতায় ঢেলে দেই। উহা আছে বলেই বেঁচে আছি নিঃসন্দেহে দাবি করি।

কবিতায় করি বাস
কবিতা করি চাষ
আমি শব্দ প্রেমিক
শব্দ শ্রমিক
কবিতায় অষ্টপ্রহর রই
কবিতা লিখে
তবেই না দানা পানি ছুঁই ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



আপনি আমার লেখা মাঝে মাঝে দেখেন, কিন্তু আপনার লেখা পড়ে ভালো লাগে না।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ২:৫২

স্প্যানকড বলেছেন: আমার লেখা পড়েন তাহলে। নইলে ক্যামনে বলছেন আপনার ভালো লাগে না ? সবার টেস্ট এক নয়। আমি পড়ি আপনার লেখা মাঝেমধ্যে। আপনার লেখাও অনেকে পছন্দ করে না তাই নয় কি ! অনেক ভালো লিখছেন তারপর ও কেউ বলবে, হইলো কিছু হুদাই ভারী-ভারী কথার সারি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

২| ০৯ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: মানুষ হিসাবে কামনা-বাসনা-না পাওয়ার বেদনা-যৌনতা সবই থাকবে, এতে কোন সন্দেহের অবকাশ নেই এবং এগুলো বর্তমান থাকা মানেই খারাপ মানুষ কিংবা অসামাজিক এমনও নয়। তবে এগুলোর নিয়ন্ত্রিত ও পরিমিত কিংবা অনিয়ন্ত্রিত ও অপরিমিত ব্যবহারের মাঝেই ফুটে উঠে একজন মানুষ কেমন তা।

আর মানুষ হিসাবে মাঝে মাঝে পাপ যেমন হবে তেমনি পাপের পর বিবেকের দহনে সৃষ্টিকর্তার কাছে অনুতাপ করে ক্ষমা চাওয়া মানে মানুষ হিসাবে সঠিক ট্র্যাক বা পথে থাকাকেই নির্দেশ করে।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ২:৫৪

স্প্যানকড বলেছেন: আমি নিয়ন্ত্রণ করতে জানি। ভালো, না, খারাপ মানুষ সে তো সৃষ্টি কর্তা জানেন ভালো। তবে কারো ক্ষতি হোক উহা কখনো কামনা করি না। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৩| ০৯ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৪

জগতারন বলেছেন:
মোহামমদ কামরুজজামান -এর মন্তব্য
লাইক দিলাম!

১০ ই নভেম্বর, ২০২২ রাত ২:৫৫

স্প্যানকড বলেছেন: আমিও সহমত পোষণ করছি উনার সাথে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

৪| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

ফুয়াদের বাপ বলেছেন: আপনি লেখা যেনো একটা খাপ খোলা তলোয়ার। যার ধারে কাটে শব্দ বনে গল্প-কাব্য।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। খুব ভালো থাকবেন ফুয়াদের বাপ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.