নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট চিত্র শিল্পী মনিকা লুইনিয়াক।
তুমি জানো আমি কি বলেছি
আমি কি বলতে চাচ্ছি
তুমি মাথাকাটা লজ্জা
ছিঃ ! ছিঃ !
যে সদা বন্দী হওয়ার চেষ্টা করে
জ্বীনের মতো বোতলে।
তুমি জানো আমি কি বলেছি
আমি কি বলতে চাচ্ছি
এটা খুব মজার
এখনো পয়সা ঘুরে হাতের তালুতে।
যখন আমাকে তুমি দোষারোপ কর
ছেড়ে যাবার জন্য
তৈয়ার কর নানান বাহানা
আমি দিব্যি হাসি
একবিংশ শতাব্দীতে এসব এক্কেবারে যায় না।
বাতিল ডিশ ওয়াশার এর মতো
বিশ্রী করো না তো শব্দ !
ঘুমিয়ে গা ভাসিয়ে দিও না
সত্যি !
সময় ভীষণ দামী
এবং অল্প
উঠে পড়
উঠে পড়
জেগে উঠ সোনা।
©somewhere in net ltd.