নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
সময় বলে যায়
তুমি আমি
প্রেমিক প্রেমিকা ছিলাম
শিউলি ঝরা ভোর বলে দেয়
তুমি আমি কতটা নিকটে বাস করেছিলাম
সারি সারি মেঘের দল মার্চ করতে করতে বলে যায়
তুমি আমি তুখোড় প্রেমিক প্রেমিকা ছিলাম।
হাওয়া বদল হয়ে গেছে
দখিন থেকে উত্তরে
তুমিও ভারী পকেটের সনে
যদি দেখা হয় কোনদিন
বই মেলা, গানের কনসার্টে কিংবা
সিনে কমপ্লেক্সে
জানি,
তুমি এক পাশের চুল অন্যপাশে চালান করে
চুইংগাম চিবুতে চিবুতে
বলবে,
দুঃখিত , আপনাকে চিনতে পারছি না
অথচ
আমার নিশানা এখনো তোমার চোখে মুখে !
যে প্রেম ছিল নিত্যকার
তা এখন বাসি পুরনো এক ফুৎকার
একটানা যে বিরহ মাসের পর মাস
রয়ে যাচ্ছে নিজের কাছে
এর জন্য কিছু দরকার
এর জন্য একটা সিন্দুক দরকার।
তোমার খোলা চুল
রজনীগন্ধার ধুলোপড়া কলি
তোমার কাঁচের চুরি
তোমার শাড়ির ভাঁজের উষ্ণতা
তোমার ব্যলকনি থেকে ইউনিভার্সিটির লাইব্রেরি
নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ
রিক্সায় চাপাচাপি
উফফ !
কি যাদু তুমি !
কেমন জানি ঘোর
এ সব স্বাক্ষী
তুমি আমি কি ক্ষ্যাপাটে প্রেমিক প্রেমিকা ছিলাম।
বলছি সত্যি !
এখনো ঘুম কাড়ে
তোমার গায়ের ঘামের সাথে সুগন্ধি পাউডার ।
১৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৫১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৫
মামুinসামু বলেছেন: আমি তো আজন্ম প্রেমিক
শুধু তোমার জন্যে
...কবিতা সুন্দর হইছে