নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আজও কেউ বলেনি !

১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭

ছবি নেট।

আমি বরাবর সাদামাটা ছিলাম
এখনো আছি যেমন
পড়ে আছি অনেকটা মলাট ছেঁড়া কিতাবের মতন
কেউ তাই ছুঁয়ে দেখেনি
ধর্মীয় কিতাবের মতন
কারো কপালে লাগতে পারেনি
দু চার চুমু
তাও জুটেনি ।

আফসোস নেই
সত্যি ! তিন সত্যি !

আমি কখনো যাইনি মাছ শিকারে
ছিপ নিয়ে বসে থাকিনি
চণ্ডিদাস এর মতন
ছিল না যে কোন রজকিনী !

বা পাড়ার ছেলেদের মতন
প্যাঁক কাঁদা হাঁটু জলে নেমে
হাতরে হাতরে মাছ ধরতে ও চাইনি।

তবে জলচোঁড়ার লেজ ধরে
ঘুরিয়ে ঘুরিয়ে ওদের মেরেছি দু একবার
তখন নিজেকে মনে হতো মহাবীর আলেক্সান্ডার !

এমনকি
আমি,
কখনো বাঘ শিকারেও যায়নি
ও যে বড়লোকদের ফুটানি।

এ সত্যি !
বহুবার বর্ষায়
স্কুল ছুটির পর ভেজা শরীরে
ঘরে ফিরেছি
জ্বর মাথায় ঘুড়ি নিয়ে ছুটেছি
লাটিম ঘুরাতে ঘুরাতে
কখন ডাংগর হলাম
বুঝতে পারিনি।

যেবার প্রথম সমুদ্র স্নানে গেলাম
গাঙচিলে রাখলাম চোখ
নোনাজলে দিলাম ডুব
সেদিন থেকে ভেতর ঘর সুনসান চুপ।

আমি অকারণে
নানাবিধ কারণে হেসেছি
কেঁদেছি
কতজনকে দুঃখ দিয়েছি
কতজনকে বুকে আগলে রেখেছি
সুখ দিয়েছি কি না
আজও কেউ বলেনি
কেউ বলেনি ।















মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১১

Naznin71 বলেছেন: এক উদাসীন কথামালা। শুভকামনা।

১৮ ই নভেম্বর, ২০২২ ভোর ৫:৫৭

স্প্যানকড বলেছেন: তাই বুঝি ?? শুভকামনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.