নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
ইশ্বর,
আপনি কি কি দেখেন?
রাশিয়া, ইউক্রেন?
ন্যাটো?
আরব জোট?
হাসিনা, খালেদা?
বাংলার ভোট !
ফকির মিসকিন?
ইসরাইল?
ফিলিস্তিন ?
বিল গেট, জাকারবার্গ?
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি ?
পাপ পুন্য?
ক'দিন পর ফুটবল
দেইখেন
তেলের টাকার ফুটানি।
আপনার ছুটিছাটা হলিডে নাই
উহা জানি
সদা হুকুম করেই যাচ্ছেন
সদা দয়া করছেন
ক্ষমা করছেন
ডাল-ভাত দিয়ে যাচ্ছেন
সদা দৃশ্য বদলে বদলে
আমাদের নাস্তানাবুদ করে
ঘাম ঝরিয়ে মারছেন।
ইশ্বর,
আপনার আনন্দ
সৃষ্টিতে?
না, বিনাশে?
দেখছি দুটোতেই আছেন।
ইশ্বর,
আপনার একলাতে এতো সুখ
জানতাম না
আমিও একলা
তবে আপনার মতো সুখী না
আমার যে প্রেম চাই
হৃষ্টপুষ্ট হৃদয় এর নারী চাই
দিনের ক্লান্তি ভুলে
রাত-বিরেতে হাসতে হাসতে
তার সাথে ঢলে যেতে চাই
নদীর মতো ছুটতে চাই
লাইন ভেংগে
সবার আগে এ জন্য
হাত পাতি তাই।
আচ্ছা, ইশ্বর,
আপনি মার্কিন শিশু
আর
আদাবর বস্তির শিশুর ফারাক বোঝেন?
না খাওয়া
চিকিৎসা না পাওয়া
শীতের রাতে ঠকঠক কাঁপতে থাকা
শরীর এর কথা শোনেন ?
আচ্ছা, ইশ্বর,
আপনি কি রাতজেগে কবিতা বুনেন?
প্রেমিক প্রেমিকার মিলন দেখেন?
বিচ্ছেদ?
জন্ম?
মৃত্যু ?
সব দেখেন?
জানি এ সত্য
সব দেখেন
কোন সন্দেহ নাই
তবুও জানতে চাই।
ইশ্বর,
আপনি অতিশয় জ্ঞ্যানী
কোন অপুর্ণতা নাই
বি সি এস ক্যাডার হওয়ার
এমনকি
চাকরির বাজারে আসা যাওয়ার কাম নাই !
বাস ভাড়া, বাসা ভাড়া
লোডশেডিং এর ভেতর নাই।
ইশ্বর,
বেয়াদবি করলে মাফি দিয়েন
ক'টা দিন আর ক'টা দিন
কবিতা নিয়ে থাকতে দেন
যদিও আফসোস
সময় হলে
যেকোন দিন
নীল খামে ডাক পাঠাবেন !
১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৭
স্প্যানকড বলেছেন: হা হা হা..৷ ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২| ১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪১
গেঁয়ো ভূত বলেছেন: দারুন হয়েছে !!! ++
১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৩| ১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩
মিরোরডডল বলেছেন:
এতো প্রশ্ন ???
ঈশ্বরের সময় লাগবে এতোগুলো উত্তর দিতে ।
যাইহোক, কি উত্তর দেয়, সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবে না স্প্যানকড ।
১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯
স্প্যানকড বলেছেন: আইচ্ছা, অবশ্যই জানামু। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৪| ১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৫
আহমেদ জী এস বলেছেন: স্প্যানকড,
চমৎকার খোলা বার্তা।
পৃথিবীতে এতো এতো অবিচার, এতো এতো হাহাকার, এতো এতো বৈসাম্য দেখে দেখে অনুসন্ধিৎসু যে কারো মনেই এমন প্রশ্নের জন্ম হবে।
কিন্তু উত্তরটা্ও তো জানা ----- " আমি যা জানি, তোমরা তা জানো না। "
কবি নজরুল তো লিখেই গেছেন ---
"খেলিছো এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে......
ভাঙিছো গড়িছো নিতি আপনমনে
নিরজনে প্রভু নিরজনে, খেলিছো........."
১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১১
স্প্যানকড বলেছেন: উনি উনার ইচ্ছেমতো খেলেন কারো ধার ধারেন না। উনি যে সৃষ্টিকর্তা। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৫| ১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
সোনাগাজী বলেছেন:
খোলা উত্তর পাবেন
১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! দেখি কি হয়। ভালো থাকবেন খুব। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ১৯ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৯
রানার ব্লগ বলেছেন: ইশ্বর অন্ধ বোবা!! তিনি এর কিছুই জানেন না।
২০ শে নভেম্বর, ২০২২ ভোর ৪:০১
স্প্যানকড বলেছেন: উনি খেলা দেখছেন মজা নিচ্ছেন। কি আর করা উনিই তো সেরা ! ধন্যবাদ। ভালো থাকবেন।
৭| ১৯ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫৫
নেওয়াজ আলি বলেছেন: বাজারে গেলে মাথায় আগুন ধরে। সংসার চালাতে কষ্ট হয় গরিবের কথা রাজা শুনলে হবে। ঈশ্বর পর্যন্ত যাওয়ার শক্তি নাই।
৮| ২০ শে নভেম্বর, ২০২২ ভোর ৪:০৪
স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য ! উনি তো বলবে বৎস! ইহা তোমার জন্য পরীক্ষা ছিল। পাশ করোনি সাজা ভোগ কর। সোজা হিসাব। সামনে যেই দিন আসছে তাতে ঘরের দুয়ার পর্যন্ত যেতে পারবেন কি না সন্দেহ ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৯| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: এটা অসম্ভব সুন্দর একটা কবিতা হয়েছে।
২০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
১০| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬
হাবিব বলেছেন: শুধু এই কবিতাতে লাইক দেয়ার জন্যই লগইন করলাম
২০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬
স্প্যানকড বলেছেন: এতো প্রেম এতো টান কি করে শোধ দিব বলেন? ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
১১| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১২
ফুয়াদের বাপ বলেছেন: ঈশ্বরের প্রতি প্রশ্ন-আক্ষেপ মেশানো কবিতা বেশ ভালো হয়েছে। এমন কিছু জটিল প্রশ্ন রেখেছেন যার উত্তর ধরার কোন ধর্মালয়ে নেই। তবে প্রকৃতিতে যুগে যুগে এমন কিছু মানুষ থাকে যারা মানুষের তরে মরিতে নাহি ডরে।
২০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।ধর্মালয় হচ্ছে পবিত্র স্থান যেখানে অপবিত্র ইনসানের অবস্থান। উত্তর নেই বলেই সরাসরি ইশ্বর কে করে বসলাম। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঈশ্বরের প্রতিউত্তরের অপেক্ষায় রইলাম....