নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তুমি সবসময় অন্যের কথায় রোদ এসেছে বলে বাহিরে পা দিয়েছ
তখন বাহিরে ঝড়
লণ্ডভণ্ড হয়ে তবেই বুঝেছ
গাধা সারাজীবন অন্যের মালামাল টেনে জীবন অতিবাহিত করে
কখনো জানে না এতো বেঁচে থাকার উপাদান চারপাশে।
তুমি সবসময় জিতে গেছ
জিতে গেছ
এইভেবে এগিয়ে গেছ
হারজিতের কিছুই দেখনি
অন্যের চালে নিজের হাতি, ঘোড়া, মন্ত্রী হারিয়ে
পথে বসে
তবেই না জেনেছ ।
তুমি কখনো প্রেম করোনি
বারবার অভিনয়
অথচ কোনটাই সঠিক হয়নি
নিম্নমানের শিল্প
উহা যে কেউ করতে পারে
প্রেমিক প্রেমিকাদের সৎ হতে হয়
ভীষণ ভীষণ রকমের
ভালোবাসি বললেই হয়না
কাজে দেখাতে হয়
প্রেমের তাপ সকলে সহ্য করতে পারে না
অনেকে তো দাগের ভয়ে পালিয়ে বেড়ায়
তুমিও পারোনি
তাই আবোলতাবোল গল্প সাজাও নিজের মতো।
তুমি বরাবর সুবিধা নিতে আর পেতে অভ্যস্ত
কখনো জানতে চাওনি
কেমন থাকি গরমে, বর্ষা, শীতে
বসন্ত আমার প্রিয় ঋতু
কোন বসন্তের ফুল
দিব তোমার হাতে
সে ভাবনায় রং বদলায় চুল
যা ছিল মস্ত বড় ভুল।
আসলে,
ভালোবাসি বলার পর আর কিছুই ঠিক থাকে না
ভালোবাসি বলার পর আজন্মকাল বেদনা
ভালোবাসি বলার পর কমা দাড়ি থাকে না
তুমি মুর্খ
সত্যিকারের মুর্খ
প্রেমের সুত্র কি
সেটাই আজ পর্যন্ত জানলে না।
©somewhere in net ltd.