নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

পুরুষ তুমি কি?

৩০ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৪

ছবি নেট।

মদ খেয়ে
ধরে চুলের মুঠি পিটিয়ে স্ত্রী
উপোস পেটে অফিস
ফিরতি পথে জল ছাপার শাড়ী
প্রেম তুমি কি ?
পুরুষ তুমি কি?
একজন পুরুষ হয়েই প্রশ্নটা করছি।

সারা রাত বেশ্যাবাড়ি
স্তনে, উরুতে, নাভিতে আঁচড়, কামড়
ফিরতি পথে
বাচ্চার চকলেট
মায়ের ঔষধ
প্রেম তুমি কি?
পুরুষ তুমি কি?
একজন মরদ হয়েই প্রশ্নটা রাখছি।

না,
না,
এ একদম বেমানান
যদিও
তোমার ভেতর হাজারো চাপা অভিমান
ছলাৎ ছলাৎ নোনা ঢেউ
যা জানতে চায় না কেউ
তুমিও চুপচাপ
ভীষণ পুষে চলেছ জিদ রাগ।

প্রেম তুমি কি?
পুরুষ তুমি কি?
একজন পুরুষের চোখ দিয়ে
পুরুষ দেখেই
কথা গুলি বারবার তুলছি।

আমি তো জানি,
পুরুষ, প্রেমিক শাহজাহান
পুরুষ, সিজার
পুরুষ, বাবর দরদী পিতা
পুরুষ মানে আগুন চিতা !

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমার মনে হয় পুরুষ নিজেই একটা রহস্য !!

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৮

স্প্যানকড বলেছেন: প্রকৃতি রহস্য পছন্দ করে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৩:৪৩

মিরোরডডল বলেছেন:




পুরুষ নারীর অন্তিম সঙ্গী…
পুরুষ নারীর তৃষ্ণা...
পুরুষ নারীর আনন্দযজ্ঞ…
পুরুষেতেই বিতৃষ্ণা…



০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৪

স্প্যানকড বলেছেন: এইটা কেমনে হয় তৃষ্ণা আবার বিতৃষ্ণা ? এইজন্য পুরুষ হয়তো টিকে আছে কবিতা গল্প লিখতে পারে। পুরুষ আসলে বোকা চালাক না এতো সহজে চেনা যায়। নারী উফফ! বুঝতে কষ্ট হায় ! ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব। শীত কি এসে গেছে?

৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩৩

শেরজা তপন বলেছেন: মিরোরডডল আপু চমৎকার ছন্দে ছন্দে বলেছেন :)

পুরুষ প্রকৃতি বিধাতা কিংবা বিবর্তনের মাধ্যমে অনিন্দ্য-সুন্দর এক সৃষ্টি ছিল- সমাজ ধর্ম আর সভ্যতা নামক আগ্রাসন পুরুষের গুণাবলীকে সব ধ্বংস করেছে!

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৭

স্প্যানকড বলেছেন: হয়তো ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে যাবে। পুরুষ হয়ে পুরুষ হতে না পারার আফসোসে অনেকে আজকাল মরে ! ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫০

কবিতা ক্থ্য বলেছেন: আমার মনে হয় পুরুষ সে ই- যে কি না পেয়াজের কুচি বড় হলো কেনো - সেই জন্য বকা শুনতে শুনতে নিরবে কাপড় ধুয়ে যায়।

০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৯

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! এতো সহজে বলে দিলেন। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:১৮

কবিতা ক্থ্য বলেছেন: সহজ কথা - সহজে বলাই ভালো।
তাই নয় কি?

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:৪৬

স্প্যানকড বলেছেন: হুম ! ভালো থাকবেন খুব। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.