নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
সাপের মতন কুন্ডলী পাকিয়ে
শীত উদযাপন
যখন তোমার কথা হয় স্মরণ
কিসের শীত !
শুধু লাগে গরম।
আমি চিরকাল উড়নচণ্ডী বাউন্ডুলে
অতশত দাবি ছিল না জীবনে
প্রেম পেলেই চলে
যদিও আফসোস
হতে পারেনি কোনদিন
পুত পবিত্র গংগার জল
তুমিও তো আসনি
দাওনি ডুব
দিয়ে গেছ এক আসমান সম অনল।
ওতেই আমি খুশী
ও দিয়ে চলে যাচ্ছে রাতদিন
এসো একদিন
রাত ফুরায় ঘন কুয়াসায়
ইদানীং ভরা জোছনায়
বড্ড মেশামেশি কর তুমি
রক্ত থেকে অস্তিমজ্জায়।
১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯
স্প্যানকড বলেছেন: হুম, জীবনের যে কত রঙ! সবগুলো কি আর ছুঁতে পারি ? ভালো থেকো
২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩
বিজন রয় বলেছেন: আজকের আগে আপনার এই পোস্টে কোনো মন্তব্য ছিল না!!
ব্যাপারটি কেমন হলো?
মিরোরডডল অনেক পিছনে এসে মন্তব্য করেছে বলে আমিও জানতে পারলাম।
১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১১
স্প্যানকড বলেছেন: মিরোর ইহা প্রায়ই করে থাকে.... মিরোর কে তাই অসংখ্য ধন্যবাদ। আর মন্তব্য নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করে না। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন খুব
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:২১
মিরোরডডল বলেছেন:
আমি চিরকাল উড়নচণ্ডী বাউন্ডুলে
অতশত দাবি ছিল না জীবনে
এই ভালো, শান্তিপূর্ণ জীবন!
ছকে বাঁধা শৃঙ্খলিত জীবন সবার জন্য না।