নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
কত তোমার বন্ধুবান্ধব
কত তোমার ফলোয়ার
কত পাচ্ছ লাইক, কমেন্ট,
কত হচ্ছে শেয়ার
কত তর্কবিতর্ক
বেলাশেষে কে কার ?
কেউ নেয়না খবর
জানতে চায়না কেউ
কাটছে কেমন দিন?
খাওয়া দাওয়া হচ্ছে কি ?
কেমন ঘুমুচ্ছ?
ভোরের আযান,
পাখির ডাক রোজ কি শুনতে পাচ্ছ?
জীবন এমনই ।
যে নারী তোমার অপেক্ষায় কান পাতে দুয়ারে
সেও একদিন মুখ ফিরিয়ে রাখে
যার চুম্বনের আশায়
খেটেখুটে
কেটেকুটে নিজেকে গাধা বানিয়ে রেখেছ
সে ও একদিন দূরে ঠেলে অনায়াসে
মিথ্যে অজুহাতে।
ভয় পেয়ো না বন্ধু
সত্য কে নাও মেনে
হেরে যেওনা বন্ধু
মিথ্যেকে আপন ভেবে।
জগত তোমার কল্পনার চেয়েও বড়
যা হয়েছে
ভালোই হয়েছে
মেনে নাও দ্রুত
জীবন এমনই ।
০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:৩২
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা। চলতে থাক লেখা.........অবিরত।