নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
মকবুল
এ দেশে তোমার জন্ম নেয়া ছিল মস্ত ভুল !
যদিও তোমার হাত নেই এতে
ছিলেনা ডান বামে
ছিলে তুমি মেহনতী সোজাসাপটা
ধরতে পারনি রাজনীতির মার প্যাঁচটা।
মকবুল
তুমি বেঁচে গেছ
জানি,
স্ত্রীর জন্য পুড়ছে মন
মেয়েটা খুব ছোট
নোনায় ভেজা বিধ্বস্ত কচি ওর মুখটা।
কেউ শুনবে না ওদের কান্না
প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট !
ফখরুল, রিজভী !
ওদের দরকার শুধু
বাংলার মসনদ টা।
মকবুল,
নিশ্চয়ই ভালো আছো
নিশ্চয়ই আদরে আছো
তুমি এখন কেবল হাসছ
জেনে যাচ্ছ
মিথ্যুক ওরা কতটা ?
মকবুল,
কেমন আছেন স্রষ্টা ?
সময় পেলে এদিকে এসো
কত মকবুল আছে
খুব খুব ভালো হতো
ছড়িয়ে দিতে যদি
গোটা লিস্টিটা।
০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:২৫
স্প্যানকড বলেছেন: তাই তো দেখছি ! সত্যি এরা কি প্রচন্ড লোভী ! ছিঃ ! ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২০
খায়রুল আহসান বলেছেন: ভালো লিখেছেন। + +
০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৫
শাহ আজিজ বলেছেন: পাকিস্তান থেকে বাংলাদেশ , সরকার ও পুলিশ ছিল বর্বর বরাবর । এমন কিছু হয়নি যে মানুষ মারতে হবে গুলি চালিয়ে । সরকার তার দম্ভ দেখিয়ে দিল ।
০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১০
স্প্যানকড বলেছেন: এ না হলে কিসের ক্ষমতায় থাকা ! কেউ আসল দেশ প্রেমিক না সব ভাওতা । ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকবেন খুব
৪| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৬
নেওয়াজ আলি বলেছেন: মকবুলের মেয়ের বয়সী আমার ছোট মেয়ে। এই বয়সে বাবাহারা। তার কান্না আর কথা শুনে এতই কষ্ট পেলাম নির্বাক আমি।
১২ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৫৯
স্প্যানকড বলেছেন: এই জীবন ! এখানে যে কত কি হয় । ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:১০
সোনাগাজী বলেছেন:
কিছু কিছু মকবুলকে "নুর হোসেন" করা হবে।