নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
মাঝেসাঝে পরিহিত রঙিন লুংগি
বেখেয়ালে হাঁটুর উপর চলে আসে
ঘুমন্ত মাঝ বয়সী শরীর হঠাত মধ্যরাতে
ধড়ফড় করে জেগে উঠে
কত মেঘ আসে
কত মেঘ যায়
আসমানে এক এক করে বিজলি বাতি
নক্ষত্রের মেলা জমে
ওরা জানে
এতো আয়োজনের ভীড়ে
কেন আমার একলা লাগে ?
কেন ভাল্লাগে না কোন কিছুতে?
নিজেকে এখন
নো ম্যানস ল্যান্ডে দাঁড়ানো বাবলা গাছ
অথবা
কোন দ্বিমত ছাড়া
হলুদ সবুজ রঙ মিশ্রিত
একটা দুর্বল ঘাস বলেই দাবি করি
আবার এ ও ধরা যেতে পারে
কোন দলবল ছাড়া
মাথামোটা স্বতন্ত্র প্রাথী !
মরা বিকেলে অফিস শেষে
যখন দেখি,
রেলের ইঞ্জিন
খুব ধীরে ধীরে মিলিত হচ্ছে একটা বগির সনে
তখন নিজেকে সেই ধাতব ইঞ্জিন রুপে দেখতে ইচ্ছে করে
কি লাভ তবে মানুষ হয়ে জন্মে?
কি লাভ এমন সুতা ছেঁড়া ঘুড়ি হয়ে একাকী উড়ে?
পরিচর্যা বিহিন একটা গাছ ক'দিন বাঁচে?
বড্ড সহজ করে যদি বলি,
যে হাওয়া
পয়সা ছাড়া টেনে নিচ্ছি
আবার ছাড়ছি
যে জল থুতনিতে লেগে আছে
যে ঘাম গড়িয়ে গড়িয়ে শুকাতে শুকাতে
রাতের কাছে এসে চুপচাপ ঘুমিয়ে পড়ে
ওরা ঠিকই জেনে বসে আছে
কতটা ভেতরে তুমি
কতটা তোমার অপেক্ষায় মন
ছটফটিয়ে জলের আশায়
যেন মরছে পৌষের নদী।
©somewhere in net ltd.