নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
একটা নির্দিষ্ট সময় ধরে ভেবে চললাম
কোন কিছুই বের হলো না তেমন
চাইলাম এই চিন্তাটুকু মগজের
যেকোনো একটা সেলফে তুলে রাখি
অনেকটা নেপথলিনে মোড়ানো
নতুন পুরাতন কাপড় রাখার মতন।
পরক্ষণেই অন্য সেলফ গুলি থেকে
আরো হাজারো চিন্তা
কচ্ছপের মাথা যেরকম বের হয়
ঠিক অমন
অবশ্য বেশীরভাগ বাজে চিন্তা
এই যেমন,
পড়শীর যুবতী মেয়ে প্রেম করছে কয়টা ?
মেয়েটা দিনকে দিন মুটিয়ে যাচ্ছে
বড়ি খাচ্ছে না তো লুকিয়ে
আজকাল কারো প্রতি শালা বিশ্বাস নেই !
একটু সুখী হওয়ার আশায়
এরপর বধির হওয়ার ভান করি
অন্ধ হওয়ার ভান করি
হায়! খোদা একি দেখলাম,
বিদ্যুৎ খুঁটিতে মুজিবের পোষ্টার সাঁটানো
নীচে হাত পাতে ভিখেরী
খদ্দের খোঁজে সস্তা পাউডার দেয়া মেয়েমানুষ !
দুটি শালিক ঠোঁট ঘষেই যাচ্ছে বেহায়ার মতো
প্রেম টিকিয়ে ওরা রাখছে
আদম সন্তান তো শুধু অভিনয়ে ব্যস্ত !
একটা নির্দিষ্ট সময় পর ঘুম গিলে নিল
ঘুমঘোরে আমি স্রষ্টাকে খুঁজি
না,
না,
তাঁর দেখা মিলে না
এমনকি
আব্রাহাম, মুসা, ঈসা,মুহাম্মাদ সা:
তাঁদেরকে ও পেলাম না
উনারা আমারে নিয়া ভাবে না
আমি ডাকতেই থাকি
উনাদের দুয়ার আমার জন্য খোলে না।
আসলে আমার দুয়ার ভেতর থেকে খুলে দেন " মা "
আমার মাথায় হাত বুলায় " মা "
আমার জন্য যত দোয়া ফরিয়াদ সমস্ত করেন " মা "
আমার জন্য চোখে নোনার সমুদ্র গড়েন " মা "
আমার জন্য সারা রাত্রি জায়নামাজে থাকেন " মা "
আমার জন্য তামাম দিন উপোষ থাকেন " মা "
আমার জন্য ভাত রাঁধেন " মা "
আমার জন্য শাকের সাথে
একটা লংকা ভেজে রাখেন " মা "
আমার একমাত্র সম্বল " মা "
স্রষ্টা,
আব্রাহাম, ঈসা, মুসা, মুহাম্মাদ সা:
এরা আছেন এঁদের মতো
আমিও আমার মতো
আমার আছেন " মা "
যার সাথে আলাপ জমে
রাত দিন কাটছে স্বর্গের মতো।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:২৬
স্প্যানকড বলেছেন: সেজন্য স্রষ্টা কে ধন্যবাদ। ভালো থাকবেন খুব। ধন্যবাদ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:১৯
মিরোরডডল বলেছেন:
মা নিয়ে এমন লেখা পড়লে আমি ইমোশনাল হয়ে যাই!
মা কে পেতে ইচ্ছে করে। ভালো থাকুক সকল মায়েরা।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আসলে মা যে কত বড় সম্পদ যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। ভালো থাকুক সমস্ত মায়েরা। আপনিও ভালো থাকবেন।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭
নেওয়াজ আলি বলেছেন: প্রাণবন্ত উপস্থাপন
খুব ভাল লাগল।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৫১
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: মা এর চেয়ে আপন কেই নেই ।
১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৯
স্প্যানকড বলেছেন: একদম শতভাগ খাঁটি কথা। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১৬
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনি ভাগ্যবান, এটা ছাড়া বাকি সব মিথ্যে।