নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ স্রষ্টা

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:০৮

ছবি নেট ।

আমি স্রষ্টা কে অনুসরণ করার বৃথা চেষ্টা করি
উনার মতো একলা হওয়ার
একলা থাকার নেশায়
কত কি যে করি !
কিন্তু চাইলেই কি সখ মিটে?
চাইলেই কি সমস্ত আশা পুরে?
হয় না তো
আসলে উনার মতো একলা থাকার সুবিধা
আমরা পাই না ।

উনি উনার কোন অংশীদার রাখেন নি
এমনকি !
বউ পোলাপান !
এতো এতো সম্পদের মালিক তিনি
একলাই করেন ভোগ
খোশ মেজাজে থাকেন রোজ
কোনদিন উনার কষ্টের কথা শুনিনি
কানবার আওয়াজ
আবার হাসি তামাশার আওয়াজ কোনটাই শুনিনি
তবে উনার মতো দয়াবান মেহেরবান কেউ নেই
এ বরাবর সত্যি ।

আমি উনাকে নানান উসিলায় ডাকি
যদিও উনার ডাকে অনেকের গলা শুকায়
থরথর কাঁপে শরীর
আরে!
এতো কিসের ডর ?
উনি তো স্রষ্টা
উনি চাইলেই মাফি
উনি বললেই সাত খুন মাফ
কিসের জেল?
কিসের ফাঁসি ?

আমি স্রষ্টাকে প্রেমের গোপন কথা বলি
বন্ধু বানাবার ইচ্ছে নিয়ে রোজ ডাকাডাকি
হয়না তো
হয়না তো
দুখ জমে জমে
পাহাড় গড়ি
আমি স্রষ্টাকে কেমন করে দেই ফাঁকি ?
উনি আছেন বলেই
দুই চার লাইন রাত দিন লিখি ।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৭:২১

সোনাগাজী বলেছেন:


আজকের জ্ঞানের আলোকে উনাকে আবার নতুন করে সৃষ্টি করার দরকার, উনাকে একাকিত্ব থেকে মুক্তি দেয়ার দরকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩১

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ঠিক আছেন তো ??

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দারুণ স্প্যানকড !!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০

সামছুল আলম কচি বলেছেন: ''উনি আছেন বলেই
দুই চার লাইন রাত দিন লিখি'' - অসাধারন লেখা হে কবি !! ধন্য হয়ে ধন্যবাদ !!

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.