নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

বাবার নীল সোয়েটার ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১২

ছবি নেট।

কবিতাটি আমার বাবা কে নিয়ে লেখা। উনার একটা নীল রঙের সোয়েটার ছিল। যা আমার মা খুব যতনে বুনেছিলেন। আজ বাবার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। সবাই দোয়া করবেন দয়া করে। দুনিয়ার সমস্ত পিতামাতা সুখী হোক।


বাবার একটা নীল রঙের সোয়েটার ছিল
ভি নেকের
না,
না,
সোয়েটারটিতে অমন বিশেষ দামী উল
অথবা কারুকাজ ব্যবহার হয়নি
একদম সাদামাটা সাধারণ ।

মায়ের হাতের বোনা
তাই উহা সব কিছুর উর্ধ্বে
অসাধারণ।

আমি তখন কলেজের প্রথম বর্ষের ছাত্র
প্রেম বলতে বুঝতাম
বাকের ভাই, মুনা
অমিতাভ, রেখা।

একদিন রোদ মরা বিকেলে
বাবা শুয়েছিলেন
আমি আয়নার সামনে নিজেকে নিয়ে মহা ব্যস্ত।

মা ঘরে ঢুকেই
বললেন,
উঠেন তো আপনার মাপ নেই
কিছুটা আদেশ সুচক বাক্য।
বাবা,
আহ!
এ অবেলায় কেন করছ বিরক্ত?
মাপ নিয়েই মা
ঘুমন্ত বাচ্চার মতন শান্ত
মুখে হাসি
মায়ের প্রতি বাবার
অভিযোগ নেই বিন্দুমাত্র।

মা,
দুপুরে ঘুমভাতের সময় গুন গুন গান করতেন
আর উলের গুটি, ফ্রেম নিয়ে মউজে থাকতেন
রাতে যখন সবাই মিলে টিভির সামনে
দেখছি সাপ্তাহিক নাটক
মা তখনও সোয়েটার বোনায়রত
মাঝেমধ্যে তাকায় বাবার দিকে
বাবা,
সুবর্না মুস্তফা,
আসাদুজ্জামান নুরের ভক্ত । 

প্রায় দিন পনেরোর মাথায়
সোয়েটার বোনা শেষ
যেন রাজা সলোমনের জন্য
বিলকিস রাণীর উপঢৌকন
বা
এর চেয়ে বেশী তার রেশ।

বাবা পড়েই বললেন,
মাপটা ঠিক হয়েছে তো
বেশ ফিট
মায়ের মুখে আঁচল
লাজে প্রায় খুন !
বাবার শের শায়েরী পেশ।

বাবা প্রায়ই বৃষ্টি বাদল নামলে
একটু ঠান্ডা পড়লে
সোয়েটারটি পড়তেন যে কোন অজুহাতে
শীতে তো শার্টের নীচে রোজ।

আজ বাবার নীল রঙের সোয়েটারটি
ঠিকই আলমারির সেলফে
বাবা নেই
বাবা নেই
এমনি করে মাঝপথে ছেড়ে যাওয়া
এই কি জীবন?
বলা নেই
কওয়া নেই
একলাই পথ চলা সুদুরে।

ক্লান্ত পথিকের মতো ফিরবার পথ চেয়ে
মা আছেন একলা
নিশ্চয়ই মা আরেকটা
হ্যাঁ,
আরেকটা নীল রঙের সোয়েটার বুনে চলেছেন গোপনে গোপনে
বাবাকে পড়াবেন
রোদ জ্বলা পৌষের দুপুরে।





মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৫

শাহ আজিজ বলেছেন: তোমার বাবার জন্য দোয়া ।




কি হয়েছিল যে অল্প বয়েসে চলে গেলেন ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১১

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। স্ট্রোক করেছিলেন। ডাক্তার অবশ্য বলেছিল দুই তিনদিন লাগবে সেরে উঠতে। এরপর হঠাৎ দুম। ভালো থাকবেন খুব।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৯

রানার ব্লগ বলেছেন: পৃথিবীর সবাইকে যেতে হয় এটাই নিয়ম কিন্তু বাবা মা এর চলে যাওয়া সন্তানের জন্য অসহনীয় কষ্ট।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১৩

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! বাবা যে কি তা যার নাই সেই বুঝে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

কামাল১৮ বলেছেন: আমরা আল্লা ভরসায় থাকি।রোগের চিকিৎসা করাই অনেক পরে,তাই অকাল মৃত্যু বেশি।যারা বেচে আছেন তাদের জন্য সুভ কামনা।বাবা মার স্মৃতি কথা ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১৪

স্প্যানকড বলেছেন: না, তেমন অসুবিধা ছিল না। হঠাৎ করেই এমন হয়ে গেলো। ভালো থাকবেন খুব।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫

রাফখাতা- অপু তানভীর বলেছেন: আপনার বাবা ভাল থাকুক ওপাড়ে এই দোয়া করি ।
ভাল থাকুন সব সময় ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:১৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ অপু ভাই। ভালো থাকবেন খুব।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

মিরোরডডল বলেছেন:


স্প্যানকড এর এতো চমৎকার একটা লেখা আগে কখনও পড়া হয়নি।
পুরো লেখা জুড়ে বাবা মায়ের মাঝে যে মায়া আর ভালোবাসার বন্ধন, অনেক ভালো লেগেছে পড়তে।

ওপারে বাবা ভালো থাকুক।
আমরা জানি স্প্যানকড মায়ের অনেক যত্ন নেয়, এভাবেই সবসময় মায়ের পাশে থাকবে।

প্যারেন্টসকে এমনভাবে যত্ন করে, এমন সন্তানও বাবা মায়ের জন্য আশীর্বাদ।
স্প্যানকডও অনেক অনেক ভালো থাকবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০২

স্প্যানকড বলেছেন: চেষ্টা করছি যতটা পারা যায় । প্রতিটি সন্তানের জন্য এটা ফরজ ইবাদত । আমি অমন কিছুই চাই যা আমার বাবা মায়ের মধ্যে বিদ্যমান ছিল এবং এখনো আছে । মা প্রতিটি মুহুর্তে বাবাকে মিস করে । দুহাত তুলে কত যে দোয়া করে । অসংখ্য ধন্যবাদ মেয়ে :) ভালো থেকো সব সময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.