নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
বারবার মরি
বারবার বাঁচি
ভীষণ সংকট হায় !
এতো শূন্যতার ভীড়ে
ছাইপাঁশ ছেড়ে
বারবার মন সুধায়
আছ কেমন স্রষ্টা ?
রাত দিন তোমার কেমনে যায় ?
চোখে মোর ঘন আঁধার
অন্য নেই কারবার
ন'টা পাঁচটার আদমি
কাঁন্দি যারে যার।
এতো দুখের মাঝে
যেটুকু শান্তি আসে যায়
সে তো হয় তোমার কৃপায়
জানি না
কত সময় বাকী ?
দিয়ে যাচ্ছি ফাঁকি
তবুও
মিলে যেন সেই কাতার
যেখানে মুহাম্মদ সা :
যেথায় কষ্ট পুড়ে সমস্ত ছারখার।
এতো উলট পালট
প্রতি কদমে লাগে চোট
যদিও
চালাকি করি
ধরা ও পড়ছি রোজ।
তবুও
তবুও
পানাহ চাই তোমার
পানাহ চাই তোমার
আমি বড্ড অবুঝ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন খুব।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৫৬
কামাল১৮ বলেছেন: স্রষ্টা বিপদে আছে।সবাই তাকে ভুলে যাচ্ছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৫
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! কোন ম্যাসেজ বা কল পাইছেন? পাইলে কিন্তু খবর আছে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:১১
সোনাগাজী বলেছেন:
মৃত্যুর পর, বেহেশত, দোযখ দেখেছিলেন?
২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৬
স্প্যানকড বলেছেন: একটা কিছু তো পামু ইন শা আল্লাহ। আপনি জিন্দা অবস্থায় দেখছেন ? দেইখা থাকলে সামুতে বিশদভাবে বিবরণ দিয়েন পিলিজ ! ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৭
শায়মা বলেছেন: বাহ!
উপলদ্ধির কাব্য!