নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
মন চাইলে এসো
শরীর চাইলেও এসো
কোন বারণ নাই
কোন আক্ষেপ নাই
তুমি এসো।
সেই কবে থেকে ভাসছি দুজন
কখনো ভাটায়
কখনো উজানে
ভাসতে ভাসতে এসো
হাওয়ায় ভর করে
দুই হাত প্রসার করে
হাসতে হাসতে এসো।
সেই কবে থেকে হাঁটছি দুজন
কত হাঁট ঘাট পেড়িয়ে
কত সকাল, দুপুর, গোধূলি শেষ করে
ক্লান্ত দুজন
সেই কবে থেকে ঠকতে ঠকতে
চলছি দুজন
কত ভূল
কত চিৎকার পিছনে ফেলে
কত সাদা কালো জীবন চিনে
শ্বাস নিচ্ছি দুজন।
তুমি এসো
খানিকটা প্রেম
কিছুটা সময় নিয়ে
ভাঙা গড়ার হিসেব চুকাতে চুকাতে
ভীষণ ব্যস্ত ছিলাম দুজন
হোক সেই পুরনো কলোরব
নগ্ন আকাশের নীচে অপেক্ষায়
তুমি, আমি আর
আঁধার গিলে খাওয়া
এসব ফর্সা রোদ।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
স্প্যানকড বলেছেন: শান্তি দিলে বনলতা দিছে বাকীরা এমনিতেই মিশে ! হা হা হা। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬
শায়মা বলেছেন: বনলতা আসুক।
কাব্য হোক আরও।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০৩
স্প্যানকড বলেছেন: হা হা হা... বনলতা ধরা দেয় না। এই জন্য কবিতার জনম হচ্ছে রোজ। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩৮
অধীতি বলেছেন: কি অনিন্দ্য আকাঙ্খা ব্যক্ত করেছেন। বাঁশির সুরের মত বিধে যাক তার হৃদয়ে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:১০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। সে তো বলে, " বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি ! " আমার বাঁশি শুনে না। ভালো থাকবেন খুব।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯
এম ডি মুসা বলেছেন: দারুণ কবিতা পড়লাম
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মুসা। ভালো থাকবেন সব সময়।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:০২
মিরোরডডল বলেছেন:
নতুন কোন লেখা নেই, তাই পুরনো লেখায় এলাম।
নতুন লেখা নিয়ে আসবে কবি, সেই অপেক্ষায় রইলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১৩
স্প্যানকড বলেছেন: অপেক্ষায় আমিও আছি ..... শুধু হুকুম দিতে বাকী ।ভালো থেকো মেয়ে
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫
কামাল১৮ বলেছেন: হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের .. । জীবনানন্দ