নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

উধাও !

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০১

ছবি নেট ।

তোমার যে দশা
আমারও তা
মাঝখানে বিশাল নদী
চাইলেই দিতে পারি পাড়ি
কমবেশি সাঁতার আমিও জানি।

তোমার যে দশা
আমারও তা
মাঝখানে বিরহ খনি
চাইলেই ভাংতে পারি
পাথর, সোনা, ধুলাবালি
অল্পবিস্তর কামকাইজ আমিও জানি।

তোমার যে দশা
আমারও তা
মাঝখানে চোরাবালি
পা বাড়ালেই ডুবে যেতে পারি
বাঁচার উপায়টা সত্যি কি জানি ?

তোমার যে দশা
আমারও তা
মাঝখানে তারা গোনা
বারান্দায় পায়চারি
লাল চোখ
নীচে কালি ।

চাইলেই আসতে পারি
চাইলেই খপ করে ধরতে পারি
তোমার হাত
পরিপাটি চুল এলোমেলো করতে পারি 
সবই সম্ভব
তবুও
আমি তো সমস্ত দিয়ে রাজি
অপর পক্ষ উধাও কেন জানি!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

শায়মা বলেছেন: মান্না দের একটা গান আছে?

এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়.... :)

এই গানটা শুনেছো ভাইয়ু?

০১ লা মার্চ, ২০২৩ রাত ২:৪৬

স্প্যানকড বলেছেন: শায়মাপু শুনেছি বহুবার। এখন দুই কুল এক হয়ে হইছে সেতু । হা হা হা.... ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:



কবিতা কি তুমি, আমি ও কামের কথার মধ্যে আটকে গেছে?

০১ লা মার্চ, ২০২৩ রাত ২:৫০

স্প্যানকড বলেছেন: মুরুব্বি আপনি প্রেম করেছেন কোনদিন ? বালবাচ্চা আছে ? আরে মুরুব্বি কি কন এসব ! কাম বিনা নাই কোন কাম। কাম বিনা কেমনে আসে চার্ম ! হা হা হা..... ধন্যবাদ। ভালো থাকবেন খুব। উত্তর দিয়েন প্লিজ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: অপর পক্ষ উধাও হওয়ার কারণ হয়ত তার গন্তব্য অন্যত্র।

০১ লা মার্চ, ২০২৩ রাত ২:৫২

স্প্যানকড বলেছেন: সর্বত্র ! হা হা হা.... ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

৪| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ৭:৩৯

এম ডি মুসা বলেছেন: েআজকের কবিতায় ছন্দ দোল আছে এটাই হয়তো কবিতা যে কবিতায় পাঠক আনন্দ পায় সেটােই কবিতা

০২ রা মার্চ, ২০২৩ রাত ২:৩৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৫| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১২:১১

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার একটি লেখা

০২ রা মার্চ, ২০২৩ রাত ২:৩৫

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আলি ভাই। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.