নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
তুমি এক রশ্মি
যার খোঁজে বহু দুর যাতায়াত
কাঁধ খোলা ব্লাউজে আর এসো না তুমি
কষ্ট বেড়ে বেড়ে
গ্রীষ্মের রাত গুলি আরও গরম
আরও দীর্ঘ
ভেতরের মরা পুরুষটি ফুঁসে উঠে
সতর্কতা ছাড়া কতবার যে আসে
ঝড় তুফান সুনামি !
ডানা গজিয়ে আমি তখন অচিন পাখি
জানে না রাষ্ট্র
জানে না প্রধানমন্ত্রী !
জানে তোমার জোড়া চোখ
আর
ধকধক করা আমার হৃদয় খানি।
সত্যি কসম তোমার
আমার তেমন যাওয়ার জায়গা নাই
বলো যদি স্বর্গ
তুমি ছাড়া স্বর্গ !
ধ্যাৎ ! ছাই।
যদি বলো নরক
তা ঠিক চলে
তুমি ছাড়া সমস্ত যাচ্ছেতাই
কামনা বাসনা পুড়ে পুড়ে ছাই।
সে যাই হোক
ভাবনাতে আছ তুমি
যেমনটা ফ্রিজে তরতাজা ফল-সবজি
আসলে এক বৃত্ত তুমি
চারপাশে ক্লান্তহীন চক্কর কাটি
এক অসমাপ্ত গল্পও তুমি
কেউ জানে না
জানি তো কেবল আমি
ছুঁয়ে যাও প্রিয়া
ছুঁয়ে যাও
দেখলে তো
মৃতদের মেহফিলে এখনো বাইচা আছি !
০৪ ঠা জুন, ২০২৩ রাত ১:৪৭
স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ইয়ে ছাড়া জগত কানা ! পুরা কায় নাত উহার জন্য পাগল। ভালো থাকবেন খুব।
২| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৭:১৬
মিরোরডডল বলেছেন:
কাঁদ খোলা
শব্দটা হবে কাঁধ খোলা
এক অসমাপ্ত গল্প ও তুমি
একটা স্পেসের জন্য কিন্তু দুটোর দুই মানে হয়।
গল্প ও তুমি (একটি অসমাপ্ত গল্প ও তুমি)
নাকি গল্পও তুমি? (তুমিই সেই অসমাপ্ত গল্প)
মৃতদের মেহফিলে এখনো বাইচা আছি !
শুধু বাইচা থাকলেতো হবে না কবি, আগের পোষ্টের মন্তব্য পড়ে রিপ্লাইও করতে হবে
০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৭:৩৭
স্প্যানকড বলেছেন: এ মা ! এত্তো ভুল করছি। আসলে কাজের ফাঁকে লিখলে যা হয় আর কি ! খুব দ্রুত করতে যেয়ে এই করেছি। ক্ষমা করে দিবেন। আপনি আছেন বলেই রক্ষা নইলে যে কি হতো ? যাক ওসব। ভুল মানুষ করবেই। অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। আগের পোস্টের মন্তব্য করতে পারিনি সামুতে ঝামেলা চলছিল তাই।দু:খিত। ভালো থাকবেন খুব খুব খুব ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০২৩ রাত ১০:৩৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাইয়ের মনে হয় প্রেমাভাব দিনকে দিন তীব্র হচ্ছে । তাই এমন দারুণ দারুণ কবিতা লিখছেন তবে কিছুটা ইয়ে ইয়ে মাখা !!
ফাজলামো করলাম । দারুণ লিখেন আপনি , আর প্রতিনিয়ত কবিতা লিখাও তো অনেক বড় ব্যাপার !!