নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তুমি একশতে একশ।

০৭ ই জুন, ২০২৩ বিকাল ৪:৪৩

ছবি নেট ।

তোমাকে যখনই দেখি নিয়ত ভালো হয়
আবার খারাপও হয়
তোমাকে দেখার সাথে সাথে
মেঘলা আসমান সহ
মৌসুম বদলায় রঙ 
চারপাশ ফর্সা 
পাখির ডানায় রোদের ঝিলিক
শব্দ কবিতা হয়
শরীর-মন
এমনকি গোটা কায় নাত
দুলে দুলে অবশ মাতাল হয়।

তোমাকে দেখার সাথে সাথে ছোট বুক
স্বপন বুনে বুনে লম্বা চওড়া হয় 
ফেরেস্তার সর্দার ইনসান না হওয়ার জন্য
আফসোসে মরে !
তা কিন্তু স্রষ্টার দৃষ্টিগোচর হয় !

আসলে,
তোমাকে ছুঁয়ে যাবার 
এবং দেখার বাসনা 
একটুও কমেনি
বরং বেড়ে চলেছে দিনকে দিন 
চামড়ার নীচের শীতল রক্ত উষ্ণ হতে হতে
ভেতর বাহিরের সমস্ত অঞ্চল
সর্বক্ষণ দাউদাউ জ্বলে।

ভীষণ লজ্জা লাগছে
না বললেও কেমন খচখচ করে
প্রচন্ড শীতে
ভি নেকের লাল সোয়েটারে তোমায় দেখলে
ফজর ওয়াক্তে পুষ্কনির ধোঁয়া ওঠা ঠান্ডা জলে
ডুব দেই কাক পক্ষী টের পাওয়ার আগে। 

আর কোন কারণে যদি 
তোমাকে এক সেকেন্ড না দেখি
এক সেকেন্ড না ভাবি
ভেতরটা কেমন যে ছ্যাৎ করে
তামাম দুনিয়া খালি
নিজেরে তখন ট্রামের নীচে চাপা পড়া
জীবনানন্দ লাগে।

যদি বুঝতে 
যদি দেখতে
আমার সেই বিশ্রী জৌলুসহীন মুখ !
তবে ছুটেই আসতে
জৌলুস ফেরাতে চুমুতে চুমুতে।

সত্যি,
তুমি একশতে একশ
তোমার তুলনা তুমি ছাড়া আর কে হতে পারে ?
তুমি আছ বলেই
এতো যুদ্ধ, মহামারী ক্ষয়ক্ষতির শেষে
জীবন ভরপুর উসুল লাগে।







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫৯

জটিল ভাই বলেছেন:
সাবধানে থাকবেন।

০৭ ই জুন, ২০২৩ রাত ৯:১৩

স্প্যানকড বলেছেন: আল্লাহ ভরসা। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.