নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

উত্তরের হাওয়া দখিনে !

০৮ ই জুন, ২০২৩ বিকাল ৩:১২

ছবি নেট।

মেয়ে তুমি
রান্না থেকে হাসি-কান্না
চুলের খোঁপা
গুনগুন গান
সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড
এমনকি সামলাতে পারো
দশ হাত শাড়ি
পারলে না আমায় সামলাতে
পারলে না আমার প্রেমিকা হতে ।

যে বাবলা গাছ একলা দাঁড়িয়ে
যার গোটা শরীর রোদ গিলে খাচ্ছে
যার শেকড়ে ঘুরঘুর করছে
পিঁপড়ের দল
কয়েকটা গর্তে বন্দী বৃষ্টি জল
যার পাতার রঙ ঘন সবুজ
যার ডালে দুটি পাখি সমানে বেসরমের মতো
ঠোঁট ঘষে যাচ্ছে
তার ঠিক বরাবর
আমার ঘর
মাত্র কয়েক কদম
দুয়ার খোলা থাকে
যেকোনো দিন হানা দিও।

মরাল গামিনী শোন,
তুমি তাকালে
মরা প্রেম মাথাচাড়া দিয়ে উঠে
ভেতরকার রক্ত এবং হরমোন টগবগিয়ে ছুটে। 

তুমি হাসলে
মট মট করে সমস্ত দু:খ ভাংগে
বুক গহিনে যে বিশ্বাস
চুপচাপ ঘুমায়
সে জাগে।

তুমি কাছে এলে
শামুক গতির জীবন
আলোর বেগে।

আর যদি চুমু খাও
উফফ !
তবে তো কথাই নাই
উ - লা - লা
আমি সপ্তমে
গোটা শরীর গলে তীব্র গরমে
উলটপালট সবখানে
ষাট বছরের ক্ষুদ্র জীবন হাজারে
উত্তরের হাওয়া দখিনে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৯

ফুয়াদের বাপ বলেছেন: ভালোবাসা প্রাপ্তির প্রহর গোনা প্রত্যাশা। ভালোবাসার স্পর্শ পেলে সময় থমেকে দাঁড়ায়-হৃদয় ছোটে আলোর গতিতে। উষ্ণ চুমুতে শরীরের তাপ লাভাসম।
আহ! কবিতা পাঠে আরাম পেলাম।

০৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:৪৮

স্প্যানকড বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ০৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

মিরোরডডল বলেছেন:




কবিতায় ভালোলাগা, প্রিয় গানের কিছু প্রিয় লাইন ...

তুমি হাসলে যেনো রৌদ্র হাসে
এসো উড়ে যাই চলে
তুমি ছুয়ে দিলে তাই এত মায়াময় লাগে
কাছে আসো বলে তাই এত শিহরন লাগে


০৮ ই জুন, ২০২৩ রাত ১১:৩০

স্প্যানকড বলেছেন: কার গান? শোনা হয় নাই। প্লিজ জানাবেন? অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য আর সুন্দর গানটি দেয়ার জন্য। ভালো থাকবেন সব সময়।

৩| ০৮ ই জুন, ২০২৩ রাত ৮:৫২

কাছের-মানুষ বলেছেন: কবিতাটি ভাল লিখেছেন। এক সময় ব্লগে অনেক কবিতা আসত আজকাল কবিতা কম আসছে।

কবিতায় আমার ভাল লাগা রইল।

০৮ ই জুন, ২০২৩ রাত ১১:৩৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। হয়তো কবিগণ ব্যস্ত জীবন পাড় করছেন। অনেকে আবার রাগ করে অন্যখানে চলে গেছে হয়তো ! সে যাই হোক ভালো থাকবেন খুব।

৪| ০৯ ই জুন, ২০২৩ সকাল ১১:২৬

মিরোরডডল বলেছেন:




গানতো এখনো শোনেনি।
না শুনেই বলে সুন্দর #:-S
আচ্ছা এবার শুনবে।




৫| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:১৯

স্প্যানকড বলেছেন: শোনলাম। ভালো লাগছে খুব..... অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.