নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

আজ শুধু প্রেম চাই তোমাকে চাই ।

১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:২১

ছবি নেট।

তুমি প্রেম দাও
মরণ ঠেকাও
যেন হুশে না ফিরি
অনেকটা নবী মুসার মতো।

তোমার মুখে, ঠোঁটে, বুকে
আরও নীচে
ভেতরে বাহিরে যতো প্রেম
যা লুকিয়ে রেখেছ বড্ড যতনে
সবটুকু দাও
কৃপনতা বন্ধ কর সোনা
আমি আজ প্রেম চাই
আজ আমি শুধুই তোমাকে চাই।

আসমান অভিমুখে চেয়ে থেকে থেকে
যেমনটা তৃষ্ণায় ছটফটায় চিড় ধরা জমিন
একটু পড়ে যদি জল
একটু ধরে যদি ফুল ফল 
জেগে উঠে যেমন মরা নদী
তেমন প্রাণ ফিরে আসে
তুমি ছুঁলে
তোমার প্রেম চাই
চাই না কিছু আর।

যদি বলো বিনিময়ে তোমার
দিবে লিখে চিম্বুক পাহাড়
খালি করে দিবে রাজ্যের কোষাগার
না,
না,
ওসব নাই দরকার
শুধু তোমাকে চাই
শুধু তোমার প্রেম চাই।

যেতে চাইলে অন্যত্র যায়না যাওয়া
জলে ভাসা পদ্ম আমার
তোমাকে বেশ দরকার
তুমি মেঘ ঘেঁষা রোদ্দুর আমার
সীমানার কাঁটাতার।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:৩৭

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাইরে ভাই আপনি দেখছি দিনকে দিন ডেসপারেড হয়ে যাচ্ছেন !!!

১০ ই জুন, ২০২৩ বিকাল ৪:৫৩

স্প্যানকড বলেছেন: হা হা হা.... প্রেম তো এমন হওয়া চাই। তা না হলে সব পোতানো মনে হবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ডায়লগ শুনি - দেহ পাবি মন পাবিনা। আপনি দেখি দুটোই চাইছেন।

১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

স্প্যানকড বলেছেন: দুইটাই দরকার একটা ছাড়া আরেকটা অচল। ধন্যবাদ।

৩| ১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: খরস্রোতা যৌবন।

১০ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

স্প্যানকড বলেছেন: হিন্দি গান শোনেন নাই হে জাওয়ানি তো ইশক হো না হে ! হা হা হা...

৪| ১০ ই জুন, ২০২৩ রাত ৯:২৭

জ্যাক স্মিথ বলেছেন: বাহ!! আপনি দেখি সবসময় রোম্যান্টিক মুডে থাকেন। ভালো, খুউব ভালো।

১১ ই জুন, ২০২৩ রাত ৩:১৩

স্প্যানকড বলেছেন: হুম, তা বলতে পারেন। এই ক্ষুদ্র জীবনে কম তো চড়াই-উতরাই দেখলাম না। দিন শেষে হিসেব মিলিয়ে দেখি যা আছে তাতে আলহামদুলিল্লাহ। কবিতা নিয়া আছি আর কি চাই। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৫| ১১ ই জুন, ২০২৩ রাত ২:৪৭

মিরোরডডল বলেছেন:



ভালোবাসার শুরুটা স্পিরিচ্যুয়াল কিন্তু পূর্ণতা পায় ফিজিক্যাল ভালোবাসায়।
কবিতা ভালো লেগেছে কবি।


১১ ই জুন, ২০২৩ রাত ৩:১৭

স্প্যানকড বলেছেন: আহ! ভালো লেগেছে ! হা হা হা.... মজা করলাম । আমি প্রেমের এপিঠ ওপিঠ দেখেছি। আশপাশের অভিজ্ঞতা থেকে বলছি, আসলে যে প্রেম মন থেকে জন্মায় তা কখনো হারায় না। হারিয়ে যায় যে প্রেম শুধু শরীর কেন্দ্রীয় হয়। একটা সময় কোন টান অনুভব হয় না। ধন্যবাদ মন্তব্যের জন্য। বেশী বলে ফেলছি তাই ক্ষমা করবেন। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.