নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
তুমি মানে
শুধুই কি তুমি?
তুমি মানে প্রেম
অতীত বর্তমান ভবিষ্যৎ কাল
রাতভর ফিসফাস
চোখ দুটি লাল।
তুমি মানে
শুধুই কি তুমি?
তুমি মানে
নীল সমুদ্দুর
শরৎ আসমানের
ঠান্ডা চাঁদ গোলগাল।
তুমি মানে
শুধুই কি তুমি ?
তুমি মানে
সমস্ত লণ্ডভণ্ড শেষে
অচেনা ফর্সা সকাল।
তুমি মানে
শুধুই কি তুমি?
তুমি মানে
হাস্যরস,আদর,কান্না, চুমু
বেহিসেবী আবদার।
তুমি মানে
শুধুই কি তুমি?
তুমি মানে
মন কষাকষি শেষে আচমকা মিলন
নাক ঘষাঘষি।
তুমি মানে
জগত সংসার
ভিতর বাহির ছারখার।
তুমি মানে
শুধুই কি তুমি?
তুমি মানে
কবিতার পান্ডুলিপি
শব্দের ঝনঝনানি।
তুমি মানে
গভীর ছোঁয়া
সারাজীবন তড়পানি
মাথার চুল থেকে
পায়ের নখ অব্দি শিরশিরানি।
১৪ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ধন্যবাদ ভালো লাগার জন্য। ভালো থাকবেন কাছের মানুষ । ভালো থাকবেন খুব।
২| ১৪ ই জুন, ২০২৩ দুপুর ২:০২
ফুয়াদের বাপ বলেছেন: তুমি মানে শুধুই তুমি, নিরব মধ্যেরাতে সরব দুজন, চাঁদের আলোয় ভিজতে ভিজতে বেহিসেবী গল্প-আদর, তোমার কোলে বিড়াল হয়ে যাওয়া আমি, তুমি মানে শুধুই তুমি।
কবির কবিতায় মুগ্ধতার স্পর্শ রেখে গেলাম।
১৪ ই জুন, ২০২৩ বিকাল ৩:৪০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ ফুয়াদের বাপ ! ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২৩ দুপুর ১:৩৫
কাছের-মানুষ বলেছেন: কবিতাটি পড়ে আমার ভাল লাগল।