নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ভুল দুয়ারে কড়া নাড়ি ।

১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:০৩

ছবি নেট।

মানুষ দেখেছি
চিনেছি
কাছের দূরের
ভেতর বাহিরের
কাউকে পাইনি যে ছিল হৃদয়ের !
ও নিয়ে আফসোস নেই অত
অবাক হওয়ার মতো ব্যাপার নয় তো।

ডানা ঝাপটিয়ে যে পাখি উড়ে
ওর সনে মিথ্যে ভাব জমাবার চেষ্টা করি
ভেসে যায় একলা যে ফুল
ওকে বাঁচাতে জলে নেমেছি
লাভ হইনি তেমন
কেউ থাকেনি পাশে অমন
চুমু খেয়েছে যে নির্বিচারে
হারিয়ে গেছে সে স্রোতের টানে
সবাই টান সইতে পারেনা
এ এক নিরেট সত্য
যা মানতে হচ্ছে কষ্ট ।

মানুষ হতে পেরে মজা শুধু এই পেয়েছি
দ:খ পুষে হাসি
ভালো আছি
ভালো আছি
শব্দ দুটি টু-লেটের মতো ঠোঁটে ঝুলিয়ে রেখে
জান মাল সমস্তটুকু নিয়ে
বারবার সেই ভুল দুয়ারের কড়া নাড়ি।



মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:৫২

শাওন আহমাদ বলেছেন: দিনশেষে কিছুই থাকেনা আসলে নিজের করে।

২| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

স্প্যানকড বলেছেন: একদম সত্যি ! ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:



আজ পোষ্টের ছবিটা ব্যতিক্রম।
মানুষে অভক্তি চলে আসছে, তাই নাহ!

১৯ শে জুন, ২০২৩ রাত ২:৩৯

স্প্যানকড বলেছেন: হুম। কি লিখব বুঝতাছি না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

মিরোরডডল বলেছেন:




মানুষ দেখেছি
যত দেখেছি
ততই বিস্মিত হয়েছি

অবাক হয়েছি ভেবে
এত মানুষের ভিড়ে
হৃদয়ের মানুষটি পাইনিতো খুঁজে


তাহলে কি সে কখনো সত্যিই ছিলোনা!!!
হয়তো ছিলো...
জীবনের চলার পথে
চিনতে পারিনি একে অপরকে


১৯ শে জুন, ২০২৩ রাত ২:৪২

স্প্যানকড বলেছেন: জানি না প্রিয়, কি ছিল আর কি ছিল না। ভালো থাকবেন খুব। ধন্যবাদ।

৫| ১৯ শে জুন, ২০২৩ রাত ১:১৭

জটিল ভাই বলেছেন:
সুন্দর হয়েছে।
সাবধানে থাকবেন।

১৯ শে জুন, ২০২৩ রাত ২:৪২

স্প্যানকড বলেছেন: জটিল বাদ ! ভালো থাকবেন সব সময়।

৬| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ২:০০

মিরোরডডল বলেছেন:




আমি যে কিছু লেখার অপচেষ্টা করলাম, বললো নাহতো সেটা কেমন হয়েছে!
তাহলে কিন্তু আর লিখবো না X((

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:১১

স্প্যানকড বলেছেন: না না কি যে বলো। বেশ ভালো হয়েছে। আমি তোমার মতো পারি নাই অত গুছিয়ে লিখতে। তুমি কবিতা কেন লিখছ না? তুমি করে বললাম দু:খ পেলে না তো ! ভালো থেকো। ধন্যবাদ।

৭| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ২:০৬

মিরোরডডল বলেছেন:




এর আগেও দেখেছি জটিল স্প্যানকডকে শুধু সাবধানে থাকতে বলে।

কেনো! কোন আসন্ন বিপদের সিগন্যাল দিচ্ছে নাকি! #:-S

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:১৫

স্প্যানকড বলেছেন: জানি না কেন তিনি বলেন? বিপদ নিয়া ভাবি না কবিতা নিয়া ভাবি। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করছে তুমি কোথায় আছ? অস্ট্রেলিয়া জানি শুধু এতদূর । কথা বলা যেতে পারে??? যদি ইচ্ছে হয় আর কি !

৮| ১৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:৫৫

মিরোরডডল বলেছেন:



তুমি করেতো এর আগেও বলেছে :)

কেউ তুমি করে বললে দুঃখ পায় জানতাম নাহতো!

কবিতা লিখবো আমি? মানুষের গালি খাবার জন্য! নো ওয়ে!!

লেখালিখি সবার জন্য না, পাঠক হয়ে থাকাতেই কারো আনন্দ।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৫:১৯

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! তুমি বলনি কোনদিন। তাই আপনি বলে গেছি বোকার মতো। আসলে আমি বোকা লোক! সে যাই হোক তুমি ভালো লিখতে পারো সে আমি জানি। ভালো থেকো সব সময়। দিনটা ভালো যাবে মনে হচ্ছে হা হা হা.... ধন্যবাদ।

৯| ১৯ শে জুন, ২০২৩ বিকাল ৫:২২

মিরোরডডল বলেছেন:




কথা বললেইতো বলা হয়ে গেলো।

একজন মানুষকে অফলাইনে না জেনে শুধু অনলাইনের লেখার মধ্যে দিয়ে নিজের মনের মতো একটা ইমপ্রেশন তৈরী করে নেয়া এর মাঝে অন্যরকম এক ভালোলাগা আছে।

তাই প্রিয় ব্লগারদের সাথে সামুতেই কন্টাক্ট রাখি।
প্রিয় কবির মুগ্ধ পাঠক হয়েই থাকি।

ঠিক এই গানটির মতো।




১০| ১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

স্প্যানকড বলেছেন: তারমানে আরও কবিতার জন্ম হবে। গানটি ভালো লাগছে। ভালো থেকো। ধন্যবাদ।

১১| ২২ শে জুন, ২০২৩ রাত ১০:৩০

Muksedul rehman বলেছেন: ভালোই হইছে। সুন্দর

২৩ শে জুন, ২০২৩ রাত ১:০৭

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।

১২| ২২ শে জুন, ২০২৩ রাত ১০:৩০

Muksedul rehman বলেছেন: ভালোই হইছে। সুন্দর

১৩| ২৩ শে জুন, ২০২৩ রাত ১:০৯

স্প্যানকড বলেছেন: একই কথা বারবার যা হোক ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.