![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
ইচ্ছে করে তোমার সনে সমস্তদিন টইটই
রাজধানীর দুষিত বায়ু ছেড়ে
চলে যাই বহুদূর
যেখানে সবুজ ধানের জমি
সুনীল আসমান
ছুটে চলছে নদী
হাঁটছি দুজন পাশাপাশি
আমার গায়ে গোল গলা টি শার্ট
দু দিনের পুরনো জিন্স
তোমার হ্যান্ডলুম ব্লাউজ,
হাতে চুড়ি
উঁচু করে তোলা খোঁপা শাড়ী জামদানী।
লেবু কচলানো
ধোঁয়া উঠা ডাল-ভাত
গেলাস ভেজা বরফ ছানা শীতল জল
আখের রস,
তাল শাঁস,
বাঁশের ছাউনি দেয়া দোকানের
চা, সিংগাড়া
মার্কিন মুল্লুকের কোক
অন্তত একদিন এমন হোক ।
ক্যামেলিয়া ফোটা সন্ধ্যে
ভীড় ঠাসা শহুরে রেঁস্তোরায়
চোখে চোখ
জানো,
এমন হাজারো ইচ্ছে জাগে রোজ
আবার রোজ মরে মরে শুরু করে মাতম শোক।
ইচ্ছে করে তোমার আংগুল ছুঁয়ে
এক বর্ষা ভিজে যাই
গ্রীষ্মের ছুটিতে দীর্ঘ সময় বাথটাবে জলকেলি
শীতের রাতে ফিসফিস
এক কম্বলে যা ইচ্ছে তাই।
আরও
ইচ্ছে করে তোমার কাছে এক দৌড়ে চলে আসি
কোলে মাথা রেখে অন্তত একটা দুপুর বাঁচাই।
ইচ্ছে করে আমার পিঠে নুর হোসেনের মতো লিখি
"তুমি পাখি
তুমি জান
সকল যম যাতনার মলম দাওয়াই। "
এমন কত ইচ্ছে ঘুরঘুর
ভেতরে বুদবুদ
জানি এর কোনটাই ঘটবে না
আবার ঘটে যেতে পারে
আমি ভীষণ পজিটিভ লোক।
এখন তো
হায়দার হোসেনের মতো কই,
ফাইস্যা গেছি শালা !
তুমি ছাড়া একলা কেমনে শুই ?
২০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৬
স্প্যানকড বলেছেন: কিছুই হয় না বাস্তবে ! ধন্যবাদ।
২| ২১ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
মিরোরডডল বলেছেন:
গেলাস ভেজা বরফ ছানা শীতল জল
ছানা বাদ দিলে sounds good.
গেলাস ভেজা বরফ শীতল জল
২২ শে জুন, ২০২৩ দুপুর ১:৪৭
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! আমার রাখতে ইচ্ছে করছে যে। ধন্যবাদ।
৩| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:০৪
মিরোরডডল বলেছেন:
শুরু থেকে প্রেমের কবিতা ভালো লাগছিলো কিন্তু লাস্ট প্যারার লাস্ট লাইনে গিয়ে কেমন হালকা হয়ে গেলো।
seems love turned into lust.
প্রেমিক তার প্রেয়সীকে নিয়ে এভাবে ভাবতেই পারে কিন্তু শেষ লাইনটা এই কবিতার ভাবের সাথে মানাচ্ছে না।
২২ শে জুন, ২০২৩ দুপুর ১:৫২
স্প্যানকড বলেছেন: কামনা প্রেমের অংশ। তাই দুইটা উপস্থাপন করেছি। তুমি ওপার বাংলার নামকরা আধুনিক কবি শ্রীজাত ওর কবিতা পড়েছ ? একজন প্রেমিক ওর ভেতরে যে কামনার কষ্ট লুকিয়ে রেখেছে আমি তা প্রকাশ করেছি মাত্র। ধন্যবাদ।
৪| ২১ শে জুন, ২০২৩ রাত ৮:১৯
মিরোরডডল বলেছেন:
ছবিটা অনেকই কিউট!
ক্যামেলিয়া ফোটা সন্ধ্যে
এ লাইনটা পড়ে জেমসের গানটা মনে পড়ে।
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
৫| ২২ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৬
স্প্যানকড বলেছেন: আমার প্রিয় একটা গান। শামসুর রাহমান এর কবিতা। " আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। " হা হা হা..... ধন্যবাদ গানটি এখানে দিয়েছ বলে। ভালো থেকো সব সময়।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৯
ফুয়াদের বাপ বলেছেন: ইচ্ছেগুলো স্বচ্ছ হোক বাস্তবে। ইচ্ছেরানীর কোলঘেষে বিড়াল আদর পাক ইচ্ছেগুলো। ভালোবাসার প্রীতিডোরে ই্চ্ছেগুলো যাচ্ছেতাই ফেঁসে যাক, ইচ্ছেগুলোর জয় হোক।