নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
ভাল বাইসা দেখছি
থাকে নাই
জড়াইয়া চুমা খাইয়া দেখছি
হাত ধইরা গা ঘেঁষে বইসা দেখছি
শেষমেশ শুইয়া দেখছি
ঐ টাও টিকে নাই।
সব এখন স্মৃতি
অথবা
বলতে পারি মাঝ রাইতে ঘুম ভাংগার পর
বাথরুমে পেচ্ছাব করার মতো।
যা থাইকা গেছে
এর নাম অসমাপ্ত প্রেম
এর নাম বিরহ
এর নাম কবিতা।
এক কবিতা
যে গাদ্দারী করে নাই
কবিতার ইতিহাসে এ শব্দ
কেউ যোগ করতে পারে নাই।
আহ ! কবিতা
যেটুকু শান্তি যাপিত জীবনে পাইতাছি
তার সবটুকুর নাম কবিতা
নারীকে আমি কবিতা দিয়া ছুঁইয়া যাই
কবিতা ছুঁইয়া যায় আমায়
আহ! কবিতা
যা আমারে কখনো নিরাশ করে নাই
বেজার করে নাই।
ঐ যে কৃষ্ণচুড়ার ডালে
দুটি পাখি ঠোঁট ঘষে যাচ্ছে
ক্লান্ত পথিক চায়ের অর্ডার দিয়ে
পকেটের হাল বেহাল বলে
সরকারকে দেশীয় খিস্তি দিচ্ছে
দিন দুপুরে শাড়ীর আঁচলে
ক্ষুধার্ত স্বামী বা পরিচিত বন্ধু হাত রাখছে
হাসপাতালের বেডে শুয়ে
যে রোগী ওপারে
আরাম করার জন্য আল্লাহ কে দিবা রাত্র ডেকে যাচ্ছে
এসব কবিতার খন্ড খন্ড অংশ
আহ! কবিতা তুমি আছ বলেই
এখানো ফুরিয়ে যাইনি
খোদা যেদিন নিবেন তুলে
সেদিন হাসব খুব করে
আমি তো জিতে গেছি।
২৯ শে জুন, ২০২৩ দুপুর ২:২৬
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! আসলে মানুষ আমাকে ক্লান্ত করে দিয়েছে। শুধু ক্লান্ত নয় মেরে ফেলার মতো জঘন্য কর্মটি করার অপেক্ষায় আছে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২| ২২ শে নভেম্বর, ২০২৩ রাত ২:২৫
সামিয়া বলেছেন: এটা কোন কথা!! আপনি ঠিক আছেন??
২২ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৯
স্প্যানকড বলেছেন: আমার ঠিকঠাক নিয়ে ভাবতে যাবেন না প্লিজ । দুনিয়ার কে ঠিক আছে ? ভালো থাকবেন, আনন্দে থাকবেন
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৫
সামিয়া বলেছেন: আচ্ছা
০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯
স্প্যানকড বলেছেন: আচ্ছা, ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২৩ ভোর ৪:৩১
সামিয়া বলেছেন: আপনি ক্লান্ত একটু নিঃশ্বাস নিন