| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্প্যানকড
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
সেদিন দুপুরের ভাত খাচ্ছি। আম্মা পাশের সোফায় বসে আছে। টিভি চালু ছিল। তা সার্চলাইট নামের একটা অনুষ্ঠান চলছিল। ভাত খেতে খেতে দেখলাম নার্গিস আক্তার নামের এক নারীর কি ভয়ংকর চিন্তা ভাবনা !
সে এক বিরাট ব্যবসায়ী কে বিয়ে করে এরপর তার সেই ভদ্রলোক এর সাথে ডিভোর্স হয়ে যায়। তারপর দেনমোহর বাবদ ভালো টাকা হাতিয়ে নেয়।
এরপর লোকাল আওয়ামীলীগ নেতার সাথে সখ্যতা গড়ে তোলে এবং আরও উপর লেভেলের নেতাদের সাথে সখ্যতা গড়ে থানা আওয়ামীলীগের একটা পোস্ট হাসিল করে।
এরপরে তার সেই পুরনো ব্যবসায়ী স্বামীকে নানান মামলায় জর্জরিত করে নাস্তানাবুদে লিপ্ত আছে। এলাকার মানুষ তার ভয়ে কিছু বলে না।
দেশে এরকম নারীর সংখ্যা বেড়ে যাচ্ছে। অনেক পরিবার এসব বিষয় কে ডাল-ভাত ভাবে। সম্পর্কের নামে এক ধরনের বিজনেস চালু হয়ে গেছে।
এ তো গেল দেশের খবর। সেদিন ঈদের দিন প্যারিসে ফোন দিলাম এক ছোট ভাইকে ফ্রান্সের এসব দেখে কেমন আছে হালহকিকত জানতে? কথায় কথায় আরেক কাহানী শুনলাম, ঘটনা এমন ওর রুমমেটের।
ছেলেটি এদেশ ও দেশ ঘুরে বহু কষ্টে ফ্রান্সে আসে এবং সেখানে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে থাকতে শুরু করে। ছেলেটির দেশে থাকতে একটা মেয়ের সাথে প্রেম ছিল। সে যাই হোক ছেলেটি তার কষ্টার্জিত অর্থ দিয়ে মেয়েটিকে অনার্স পাশ করায়। এক সময় ছেলেটি ফ্রান্সে থাকার বৈধতা পায়। সে দেশে যায় ধুমধামে বিয়ে করে।দেনমোহর দেয় আট লাখ টাকা। মোট কুড়ি লাখের মতো খরচ করে বিয়ে করে। বিয়ের দুই মাস পর ছেলেটি ফ্রান্সে ফেরত আসে। বছর দুই এর মাথায় মেয়েটিকে নিয়ে আসে ফ্রান্সে।ছেলেটি তখন দুই বেলা কাজ শুরু করে। মেয়েটি অবসর সময়ে আশেপাশের এর সাথে ওর সাথে সখ্যতা গড়ে তোলে। এর মধ্যে প্রতিষ্ঠিত এক রেস্টুরেন্টে ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তোলে। শেষমেশ যা হয় আর কি!ছেলেটি এসব দেখে মেয়েটির সাথে ঝগড়া করে। মেয়েটি সেই ব্যবসায়ীর কথা মতো পুলিশ ডেকে ছেলেটিকে ডোমেস্টিক ভায়োলেন্স মামলায় ফাঁসিয়ে দেয়।
এখন মেয়েটি সেই ব্যবসায়ীর রক্ষিতা হিসেবে আছে। ফেসবুকে লম্বা চওড়া ক্যাপশন দিয়ে ছবি আপলোড করে " লাভ ইউ জান ! " লগে সেই টাকলা ব্যবসায়ী ।
ছেলেটি মেয়েটির আত্মীয় স্বজনদের জানালে তাদের এক উত্তর আরেকটা বিয়ে করে নাও। সবাই তো খারাপ না ! মেয়েটির মা বাবা কেউ জীবিত নেই। মজার ব্যাপার মেয়েটি নাকি দেশে থাকতে রোজ সুরা ইয়াসিন ঘুমানোর আগে পড়িত।
এসব শুনে ভাষা হারায় গেছে। এরপর শুনতে হয় "পুরুষ জাত বজ্জাত! " আমি সেই ছেলেটির সাথে কথা বলে দেখলাম ছেলেটি আর কোন মেয়েকে বিশ্বাস করে না। মেয়েদের কথা শুনলে রেগে যায়। উত্তরে বলে " সব *নকি ! "
আমি ছেলেটিরে মারজুক রাসেলের কবিতার লাইন শোনায় দিলাম " হাত কখনো শশুড় বাড়ী যায় না ! " হা হা হা.....
০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১:১৫
স্প্যানকড বলেছেন: ব্যাপারটা কাকতালীয় ! নারী দের নিয়ে অভিযোগ নাই। অভিযোগ হলো নারীদের মতো দেখতে নর্দমার প্রতি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
২|
০৩ রা জুলাই, ২০২৩ রাত ১০:৫৫
এইযেদুনিয়া বলেছেন: মারজুক রাসেলের এই কবিতাটা পড়া হয় নি। সন্ধান চাই।
০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১:১৬
স্প্যানকড বলেছেন: খুঁজেন পাইয়া যাবেন। কষ্ট করেন আর কি ! ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩|
০৩ রা জুলাই, ২০২৩ রাত ১১:০৫
কামাল১৮ বলেছেন: চলমান ঘটনার একটা দিক।আরেকটা দিক আছে।
০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১:১৭
স্প্যানকড বলেছেন: আরেকটা কোনটা? খাইয়া ভিডিও প্রকাশ করে দেয়া কি? ধন্যবাদ।
৪|
০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৩:০০
রিফাত হোসেন বলেছেন: কামাল১৮ বলেছেন: চলমান ঘটনার একটা দিক। আরেকটা দিক আছে।
-কথা সত্য
মানুষ যখন কোন অভিযোগ বা দোষ বর্ণনা করে, তখন এর মধ্যে নিজেরটা চেপে যায়। অধিকাংশ এভাবেই প্রকাশিত করে।
অনেক সময় অপ্রকাশিত সত্য পাশার দান উল্টে দিতে পারে।
০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৪২
স্প্যানকড বলেছেন: আপনি কি আমাকে ইংগিত করছেন ?? নারীর ধারেকাছেও যাই না। ধন্যবাদ।
৫|
০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ১০:১২
শেরজা তপন বলেছেন: দেশে এখন এমনটা অহরহ ঘটছে।
বনিবনা না হলেই অনেক মেয়ে তাঁর স্বামীকে নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। তারপর ওই পুলার 'কাম তামাম'!
০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৩
স্প্যানকড বলেছেন: এই কারণে লিভ টুগেদার বেড়ে যাবে। খামাখা জানমাল দুইটাই যায় ! ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬|
০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ১০:২৪
কামাল১৮ বলেছেন: আমি এটা বুঝাই নাই।আমি বলতে চেয়েছি,ছেলেরাও আজকাল এমন করে।
০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৪
স্প্যানকড বলেছেন: ছেলেরা করে সত্য !
৭|
০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ১০:৫৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এরা হচ্ছে, এ যুগের পাপিয়া । সারারাত এ নেতা ও নেতার কোলে বসে আর দিনের বেলায় পিউ পিউ ডেকে ডেকে একে ওকে ভয় দেখায় ।
০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৪
স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য! ধন্যবাদ।
৮|
০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:২৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই ইডা হাচা কতা।
এখন কাবিন ব্যবসা জমজমাট ব্যবসা যদি দেখতে-শুনতে হয় একটু বালা (সুন্দর, স্মার্ট)।
আবার এদিকে কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ ( গুটি কয়েক লোভী নারীর জন্য সকল নারীর প্রতিই একটা খারাপ ধারনা গড়ে উঠছে।
নারীর হাতে পুরুষ নির্যাতন (মাইনকা চিপায় ফালাইয়া) , এসব কাজ পপ সম্রাটের গানের কথা মনে করিয়ে দেয়, " আইলো একি কলির কাল, হরিণ খামছায় বাঘের গাল --------- "
৯|
০৪ ঠা জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৫
স্প্যানকড বলেছেন: কাবিন ব্যবসা বন্ধ করা উচিত ! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২৩ রাত ১০:৫২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ভাই আপনার এই পর্যন্ত যত নারীকে নিয়ে অভিযোগ সব মেয়েই দেখি সুরা ইয়াসিন পড়ে ঘুমায় । মানে বুঝলাম না ইয়াসিন পড়া মেয়েদের ঘটনাই আপনার কানে আসে নাকি !!