নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
নাই এ তে সন্দেহ বিন্দু পরিমাণ
শরীর তোমার তীক্ষ্ণ ধারালো তলোয়ার
ফালা ফালা কতজন রোজ
আলোতে হোক
কিংবা ক্লান্ত চরণের আঁধার।
খাঁচার প্রেমে অন্ধ সকল
বোকার মতন
মন চেয়ে ব্যর্থ আমি বারবার।
ভাবনায় ডুবি
ভাসি খুব
তোমার হাত ধরে শিশির ভোর
দুপুর গড়িয়ে হোক না কিছু সন্ধ্যা
উত্তরের হাওয়া দখিনেও যায়
যতই অবস্থা হোক মন্দা।
একই বৃত্তে ঘুরছে মৃত্যু এবং চুম্বন
হাত রাখে দুয়ারে ক্লান্ত বদন
ব্যস্ত আমি ঢেউ সামলাতে সামলাতে
ভেসে যাচ্ছে দিন রাত প্রেমহীন নি:শব্দে
পারছি না কিছুতে ঠেকাতে !
উষ্ণতা লুকিয়ে চলেছে
তোমার শাড়ির ভাঁজ
সে ও তো ফুরাবে একদিন
যতই থাকুক শারীরিক বাঁক।
কোন অকল্যাণ যেন ছুঁয়ে না যায়
তাই তো জিন্দা রাখি তোমায়
আমার কবিতায় ।
ইউসুফ নবীর মতন দশা মোর
যেন আছি আঁধার কয়েদখানায়।
সাড়া দাও
জানো না তুমি
মরছি কি অপার পিপাসায় !
০৬ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৩
স্প্যানকড বলেছেন: সাদাসিধা মানুষ তাই সাদাসিধা করে বলি। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
২| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ১১:৪৫
মিরোরডডল বলেছেন:
কেমন আছে স্প্যানকড?
ছবিটা অনেক কিউট!
কবিতা ভালো লেগেছে।
তোমার হাত ধরে শিশির ভোর
দুপুর গড়িয়ে হোক না কিছু সন্ধ্যা
ভেসে যাচ্ছে দিন রাত প্রেমহীন নি:শব্দে
পারছি না কিছুতে ঠেকাতে !
সাড়া দাও
জানো না তুমি
মরছি কি অপার পিপাসায় !
১০ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:২৮
স্প্যানকড বলেছেন: আলহামদুলিল্লাহ। ভালো আছি। তুমি? মেলাদিন কোন খবর নাই ব্যস্ততা বেড়েছে তাই না ? ধন্যবাদ। ভালো থেকো সব সময়।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০২৩ রাত ১০:৪২
বিজন রয় বলেছেন: সাদাসিধা হন্যে কবিতা!
+++++