নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

জংলী কইতর !

১৩ ই জুলাই, ২০২৩ রাত ২:৪৫

ছবি নেট ।

তোমারে দেখার পর যে কথা গুলার উদয় হয়
যে ভাবের জনম হয়
হাওয়ার যে অদলবদল হয়
উহা প্রকাশ করলেই সিধা দাঁড়ায় 
একখানা প্রেমের কবিতা।

প্রেমে পড়েছি যতবার
ততবারই মনে হয়েছে
প্রেম হচ্ছে এমন
দুয়ার জানালা বন্ধ থাকার পরেও
একটু ফাঁকফোকর অথবা ভেন্টিলেটর দিয়ে আসা
শীতল বাতাস নরম রোদ্দুর।

তোমারে নিয়ে ভাবতে ভাবতে
যেসব ছবি ভেসে উঠে মন এবং নয়ন মাঝে
দু:খ হয়
এর সবটুকু পারি না বলতে 
গোছানো হয়ে উঠে না 
এলোমেলো হয়ে তলিয়ে যেতে চায় সমস্তটা
ডুবিয়ে ডুবিয়ে প্রতিটি ছবি
প্রতিটি শব্দ চয়ণ সংগ্রহ করি
সেগুলো আবার ধুঁয়ে মুছে ফর্সা রোদে শুকিয়ে
ভেতর ঘরে তোমার নামে যে বৈয়াম আছে
ওতে খুব সাবধানে বন্দী রাখি
যাতে হয়ে না যায় পুরাতন বাসি।

কি যে ওর সুবাস!
কি যে সুখ!
উফফ!
তোমার প্রেমে আমি খুব বেশী উন্মাদ। 

তোমারে দেখার পর
কেন বদলায় সব?
কেন দু:খ গুলি
হয়ে যায় এতো সুখ ? 
কেন এমন হতে থাকে বারবার?
কেন ভালো লাগতে শুরু করে
পুর্নিমা থেকে অমাবস্যা আঁধার ? 

তোমারে দেখার পর
একনাগাড়ে চলে কবিতা বোনার প্রহর
খাঁটি সত্যি,
যেন সবুজ মটরশুঁটি ক্ষেতে
তুমি, আমি
ঠোঁট ঘষা জংলী দুটি কইতর।







মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা।

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ৯:৫৯

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৮

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৩| ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৬

মিরোরডডল বলেছেন:




স্প্যানকড কোথায়???

প্রেমানুভূতির কবিতা ভালো লেগেছে।

প্রেমে পড়লে যে একটা অসাড় মোহাচ্ছন্ন অনুভুতি সেটাই সেরা, যার সাথে কোনকিছুর তুলনা হয়না।



০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫

স্প্যানকড বলেছেন: আছি তো ! প্রেমেই ডুবে আছি। তুমি কোথায়? এতো গভীরে যাইতে ডর লাগে আজকাল। ভালো থেকো সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.