নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
চামড়াটা ধলা হলে মেয়ে তুমি লাকি
চামড়াটা কালো হলে মেয়ে তুমি আধবুড়ি কাকি
আসেনা প্রেম
হয়না বিয়ে সহজে !
চামড়াটা ধলা চাই
ধলা চাই
শ্লোগানটা বাজারে সেরা ভাই
মেয়ে তুমি হচ্ছ বড়
বিষের দেয়াল গড়া সমাজে।
উত্তরের বায়ু দখিনে
দখিনের বায়ু উত্তরে
এই ঋতু সেই ঋতু আসে কত ঘুরেফিরে
কাঁচা ফল পাকা হয়
ঝরে পড়ে ফোটা ফুল
ভেতরে ভেতরে নষ্টামি কি সুন্দর পোঁতা হয়।
বদলায় এ গলি ও গলি
রাজা থেকে প্রজার আসন
শুধু নড়ছে না কেউ এক চুল
চারপাশে কথা কিন্তু একটাই
চামড়াটা শালা ধলা চাই।
চামড়াটা ধলা হলে গোটা গোষ্ঠী খুশি
চামড়াটা কালো হলে,
এমনকি পিতা-মাতার মুখ চাওয়াচাওয়ি।
চামড়াটা ধলা হলে
সত্যি মেয়ে তুমি লাকি
চামড়াটা কালো হলে বেখাপ্পা অচল মাল আরও কতকি !
চামড়াটাই সব বুঝলে
বাকী সব মিথ্যে কল্পকাহিনি।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৭
স্প্যানকড বলেছেন: প্লাস্টিক সার্জারীর লোকজন ভালো বলতে পারবে। আমার আইডিয়া নাই।ছিলাম নানান ঘর গৃহস্থালীর কামে কাইজে আর কি! আপনি কেমন আছেন ? ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৩
মিরোরডডল বলেছেন:
স্প্যানকড যখনই ডুব মারে, নিয়ারলি দু'মাসের কাছাকাছি হলে ব্যাক করে।
এ টাইমফ্রেমের কাহিনীটা কি?
০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৬
স্প্যানকড বলেছেন: কাহিনী বলতে চাই তুমি তো শুনতে চাও না ! হা হা হা...
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৪
মিরোরডডল বলেছেন:
চামড়া যদি ম্যাটার হবে, তাহলে স্মিতা পাতিল, নন্দিতা দাস, ডেনজেল ওয়াশিংটন, বারাক অবামা, উইল স্মিথ এদেরকে এতো ভালো লাগে কেনো?
একজন মানুষের সৌন্দর্য তার ত্বকে বা লুকে না, মনন এবং ব্যক্তিত্বে।
বিদ্রুপ কবিতা ভালো হয়েছে।
ওয়েলকাম ব্যাক স্প্যানকড।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৬
স্প্যানকড বলেছেন: তুমি যাদের নাম বললে এরা আমারও খুব প্রিয়। এরা নিজের কর্ম দিয়ে জগত জয় করেছে। আমাদের সমাজে এখনো রঙ বিশাল কিছু। মাইকেল জ্যাকসন সাদা হইয়া একটা জবাব দিয়েছিলেন হয়তো ! ধন্যবাদ। ভালো থেকো খুব।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৬
মিরোরডডল বলেছেন:
টাইপো ***ওবামা***
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৭
স্প্যানকড বলেছেন: বুঝে নিছি। সমস্যা নাই।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: এখন কালো ধলা কোন বিষয়ই না সব এখন বদলে গেছে । এখন অন্যকিছুতে মানুষের আগ্রহ । মানুষ এখন অনেক সচেতন , আর বললাম না ।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৮
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! কিসে? যদি আরেকটু ক্লু দিতেন প্লিজ। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:২৭
রানার ব্লগ বলেছেন: কোকিলা কালো বলে গান শোনে না কে?!
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০০
স্প্যানকড বলেছেন: হুম, একদম নির্ভেজাল সত্য। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:৩০
মিরোরডডল বলেছেন:
তুমি তো শুনতে চাও না
আমি যে স্প্যানকডের ওয়েল উইশার, তাইতো শুনতে চাই না
স্কিন চেইঞ্জ হবার আগের যে থ্রিলারের মাইকেল জ্যাকসন, তাকেতো আরও বেশি ভালো লাগতো।
মাইকেলের পারফর্মেন্স কি ভীষণ ভালোলাগে!
মানুষ এখন অনেক সচেতন , আর বললাম না ।
কেনো বলবে না নির্ব???
অর্ধেক কথা বলে বাকিটা গিলে ফেলবে, সেটা হবে না
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩
স্প্যানকড বলেছেন: তাই নাকি! আচ্ছা এই খবর তাহলে। মাইকেল জ্যাকসনকে সব সময় ভালো লাগছে। এটা সত্য স্কিন চেঞ্জ করার আগে বেশী ভালো লাগতো । ধন্যবাদ মিরোরডডল । ভালো থেকো সব সময়।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিদ্রুপ কবিতা ভালো লেগেছে।
১০ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২২
নীলসাধু বলেছেন: কবির জন্য শুভকামনা।
১১ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:২৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯
ইসিয়াক বলেছেন: চামড়ার কবিতা! আচ্ছা প্লাস্টিক সার্জারি করলে চামড়ার রং কি বদলানো সম্ভব?
থাক ওসব, এতদিন আপনি কোথায় ছিলেন? যদিও আমি নিজেই নিয়মিত নই তবু আপনার পোস্ট তো অনেক দিন চোখে পড়ে নি। নিশ্চয় ভালো আছেন?
শুভকামনা রইলো।