নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

এন্টিবায়োটিক !

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭

ছবি নেট ।

প্রেম, বিরহ ক'জন সইতে পারে?
তোর কালো চোখ
এখনো যে নিদ্রা কাড়ে।

কাছে আয়
পুড়ে যাক হাড়গোড়
শরীরে বিদ্যুৎ!
প্রেমে এতো জোর
জানা ছিল না হায়!

হোক না শ্বাস বন্ধ
চোখ অন্ধ 
তুই ছাড়া জীবন যায় যায়।

গোলাপ, বকুল ঘ্রাণে
নতুন সুর বাজে প্রাণে
যদিও
ফুলদানি তোর দখলে
প্লাস্টিক রঙিন নানান ফুলে।

আয় তুই
আয় তুই
চন্দ্র জোছনায় যেদিন সব কিছু গলে।

ঠোঁটে ঠোঁট
থাক না আটকে
দু, চার,পাঁচ মিনিট
অন্তর ছুঁতে
কত সময়?
কত সময়?
জানিছ কি ঠিক?

রাখিছ মনে তুই
প্রেম,
প্রেম,
সমস্ত বিষ যাতনা মুক্তির
একমাত্র দাওয়াই এন্টিবায়োটিক।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



এতদিন কোথায় ছিলেন? ব্লগটা তো মরুভুমি হয়ে গিয়েছিলো!

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩২

স্প্যানকড বলেছেন: ছিলাম নানান ঘর গৃহস্থালির কামে কাইজে। আপনি ভালো আছেন? আপনারা আছেন না মরুভূমি হবে কেন? ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোথায় ছিলেন আজিব

কেমন আছেন?

আর ঠোঁটে ঠোঁট লাইগ্গা থাকলে ভাইরাস আক্রমণ করবো। এসব থেকে দূরে থাকুন

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬

স্প্যানকড বলেছেন: ছিলাম ঘর গৃহস্থালির কামে কাইজে। আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভাইরাস আক্রমণ করবে এই ভয়ে থাকলে তো মানাব সম্প্রদায় এগুতে পারতো না তাই নয় কি? ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৩

মিরোরডডল বলেছেন:



প্লাস্টিক রঙিন নানান ফুলে।

হবে না, এখানে প্রেম হবে না।

প্লাস্টিকের ফুল দিয়ে প্রেম করতে গেলে, প্রেমিকা ফুলদানি মাথায় ভাঙবে :)



১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

স্প্যানকড বলেছেন: আজকাল ফুল দিলেও থাকে না। কানাডার প্রধানমন্ত্রী ধরে রাখতে পারলো না ! হা হা হা... মাথা ভাঙলে ক্ষতি নাই মন ভাঙলে ক্ষতি। যা আর ঠিক হয় না। ধন্যবাদ, ভালো থেকো।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

মিরোরডডল বলেছেন:




ছবিটা এতো কিউট! তারজন্য পোষ্টে লাইক।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫

স্প্যানকড বলেছেন: আমি কি কিউট নই ???? হা হা হা....

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:২০

বাকপ্রবাস বলেছেন: এতোদিন পর আসলেন তাও প্লাষ্টিকে ফুল নিয়ে

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

স্প্যানকড বলেছেন: প্লাস্টিক টিকে আসল ঝরে পড়ে জলদি ! হা হা হা.... ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৪২

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.