নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রাণের ভেতর সেই তুমি।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:২০

ছবি নেট।

দেখবে কি করে
কতটা ভিজে গেছি রাত দুপুরে
ঝুম বৃষ্টির টুপটাপ
হ্যারিকেন-এর আলোতে প্রেম চুপচাপ।

প্রাণপণ দৌড়ে যেই ভেবেছি,
ধরে রাখব তোমায় চিরকাল
অমনি জেনেছি
চারপাশে এতো এতো দেয়াল !
চুরমার সেই খেয়াল
নোনায় নরম গাল চোয়াল।

দেখবে কি করে
কতটা ডুবে গেছি প্রেম সাগরে
হৃদয়টা দাও
পা টা বাড়াও
বেঁচে যাই
বেঁচে যাই
অন্তত কাটুক একটা দিন সুরে সুরে।

দেখবে কি করে
চিড় পড়া ভেতরে
আছ তুমি একদম শিকড়ে।

দেখবে কি করে
অনিয়মিত তবু নত এই শির
ভিখেরির মতো তুলি হাত
চলছে বিরামহীন টোকা খোদার দুয়ারে।







মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: গতকালের পোস্ট মন্তব্য শূন্য। কী যে হলো ব্লগের

আপনার বিয়েতে দাওয়াত দিয়েন যে

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৫

স্প্যানকড বলেছেন: আইচ্ছা ! মেয়ে দেখেন যদি লাইগা যায়! হা হা হা... হুম, ব্লগারদের কবিতা পাঠে মনোযোগ কম মনে হচ্ছে। সে যাই হোক ওসব নিয়ে মাথার কোষ ক্ষয় হয় কম। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪

মিরোরডডল বলেছেন:





ছবিপুর কমেন্টটা মজার ছিলো।
আমাকেও দাওয়াত দিতে ভুলবে না যেনো :)


০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৫

স্প্যানকড বলেছেন: ঠিকানা জানা নাই কথা বলতে ইচ্ছে নাই তারে দাওয়াত কেমনে দেই ? অস্ট্রেলিয়ান মাইয়া বিয়া করমু। কেউ আছে কি? তারপর তোমার পাশে বাসা ভাড়া নিব। প্রতিদিন দাওয়াত পাবা। ঠিক আছে :)

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২২

মিরোরডডল বলেছেন:




সেই দাওয়াত আর বিয়ের দাওয়াত কি এক হলো?
বিয়েবাড়ির খাবারের মজা আলাদা।
শেষ কবে বিয়ে খেয়েছি মনে নেই :)

অবশ্য এই অক্টোবরেও বিয়ের দাওয়াত ছিলো, আমি যাইনি।
কারণ বেশি মানুষের ক্রাউড এভয়েড করি।


০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৮

স্প্যানকড বলেছেন: এতো এভয়েড কি জন্য শুনি ? তুমি বিয়ে কর দাওয়াত কর আমায়। সইত্য কইতাছি আমি আসব ইন শা আল্লাহ। হোক সে অস্ট্রেলিয়া। আমি কমিটমেন্টের ব্যাপারে খুব হুশিয়ার একবার বলে ফেললে তা করে ফেলি এতে হিসেব করি না কি লাভ কি ক্ষতি? লাল শাড়িতে মিরোর উফফ ! থাক আর বেশী কিছু বলতে চাই না। ভালো থেকো :) আনন্দ নিয়ে বাঁচ :)

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: এতো এভয়েড কি জন্য শুনি ?

আইসোলেটেড থেকে থেকে, অনেক মানুষের মাঝে আমি সাফোকেইটেড হয়ে যাই।

আমার ভালো লাগে না, দম বন্ধ লাগে।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

স্প্যানকড বলেছেন: আমার নিজের ও একই হাল। মানুষকে কাছে টানি এরা কষ্ট দেয় অযথা অসুস্থ করে দেয়। তাই এড়িয়ে যাই নানান অজুহাতে। এখন মা, কবিতা ব্লগ এসব নিয়ে অনেক ভালো আছি। জীবনকে আরও উপলব্ধি করতে পারছি। সবচেয়ে বড় কথা নো মোর এক্সপেকটেশন ফ্রম এনিওয়ান। আর দাওয়াতের অপেক্ষা করছি কিন্তু ! :) ভালো থেকো :)

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

মিরোরডডল বলেছেন:




জীবনকে আরও উপলব্ধি করতে পারছি।

সো ট্রু।
একা থাকলে নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া হয়।
অনেক রকম উপলব্ধি হয়। অনুভুতি প্রখর হয়ে উঠে।

মানুষের সংস্পর্শে থাকলে চিন্তা চেতনায় কাজে সেটার একটা ইনফ্লুয়েন্স থাকে।
কে কি বলবে, কি ভাববে এসব চিন্তা মাথায় রেখে অনেক কিছু করতে হয়।
that's why you're lost, sometimes you can't find yourself.

কিন্তু একা থাকার কারণে, whatever you're thinking or doing, this is exactly who you are.
you can find yourself, you're in your genuine version, not influenced by others.

একটাই সমস্যা, এটা একটা এডিকশন।
একবার আসক্তি হয়ে গেলে এটা থেকে বের হওয়া যায়না, বা বের হতে ইচ্ছে করে না।
এই ভুবনের মাঝেই থাকতে ভালো লাগে।
যেটা আমার ক্ষেত্রে হয়েছে।

সবচেয়ে বড় কথা নো মোর এক্সপেকটেশন ফ্রম এনিওয়ান।

সেইম হিয়ার।
no attachment, no expectation.
সব ধরণের চাওয়া পাওয়ার ঊর্ধে নিয়ে যাওয়া।
মোহমুক্তি বলতে যেরকম বোঝায়।
জানিনা কতটুকু পেরেছি, চেষ্টা করেছি, বাকিটুকুও হয়ে যাবে।

ইশ!!! কত কথা বলে ফেললাম।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০২

স্প্যানকড বলেছেন: মাঝেমধ্যে বেশী কথা বলবা তাহলে কবির মন খোশ থাকে। হা হা হা :) আধ্যাত্মিক ক্ষমতা লাভটাভ করলে শিষ্য বানাইয়া রাইখা দিও কাছে... ভালো থেকো প্রিয় :) আচ্ছা, ভালো কথা ক্রিস্টমাস প্লান কি? এমনিতেই জানতে চাওয়া।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মি প্লাস ইউ হল বিড়ালের মত 'মিউ মিউ।' :)

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৮

স্প্যানকড বলেছেন: I love wild cat !

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব :)

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৬

সামরিন হক বলেছেন: ভালো লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৩

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

৯| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০০

মিরোরডডল বলেছেন:





আচ্ছা, ভালো কথা ক্রিস্টমাস প্লান কি?


প্ল্যান থাকা ভালো, একাধিক প্ল্যান আরও ভালো।
অপশন A কাজ না হলে অপশন B.

But you know what? Sometimes no plan is the best plan.

যখন যা ইচ্ছা তাই করা।

ক্রিসমাস, নিউ ইয়ার নিয়ে নো প্ল্যান।
সময়ই বলে দেবে।

১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৬

স্প্যানকড বলেছেন: আমারও অমন বিশেষ কোন প্লান নাই। হুটহাট যা খুশী করে বসি। ইচ্ছে ছিল ইউরোপ ট্যুর দেয়ার কিন্তু মায়ের জন্য কোথাও সেরকম যাওয়া হচ্ছে না। তাছাড়া একা একা ভ্রমণ কেমন লাগে? যদিও একা আসা একাই চলে যাওয়া। কি অদ্ভুত এ নিয়ম। ভালো থেকো :)

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৪

মিরোরডডল বলেছেন:




মায়ের জন্য কোথাও সেরকম যাওয়া হচ্ছে না।

আমিও তাই, কোথাও যাবো প্ল্যান করেও শেষে সব ক্যান্সেল করে ছুটিতে মায়ের কাছেই চলে যাই।
যে কদিন সম্ভব মায়ের কাছে থেকে আসি।

বেঁচে থাকলে অনেক ঘোরাঘুরি করা যাবে, কিন্তু মা যতদিন আছে, অবসরে সময়টা মাকেই দিতে চাই।

তাছাড়া একা একা ভ্রমণ কেমন লাগে?

ওয়েল, এটা ডিপেন্ড করে।
সঙ্গী নিয়ে ট্র্যাভেল করা একরকম মজা, আবার সোলো ট্র্যাভেলে অন্যরকম এডভেঞ্চার।
first of all, you're a completely free bird.

You can find other solo travelers like you while traveling.
ভিন্ন জায়গা ভিন্ন ভ্রমণ সঙ্গী।
You can make new friends there.
So, think positive and go for your solo trip when you are ready.


১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

স্প্যানকড বলেছেন: মাকে নিয়ে আছি যতদিন পারি থাকব ওর কাছাকাছি। এরপর কোথায় যে চলে যাবো ঠিক ঠিকানা নাই। আমি অবাক হই সত্যি যখন দেখি আসমানে উড়ছে একাকী কোন পাখি। অবশ্য আমার শক্তি যোগায় সে পাখি। ভালো থেকো :)

১১| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮

নীলসাধু বলেছেন: আরে বাহ।
চমৎকার কাব্য দেখি।

ভালো লাগা রইল।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময় :)

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

মিরোরডডল বলেছেন:




আমি অবাক হই সত্যি যখন দেখি আসমানে উড়ছে একাকী কোন পাখি।

আমি অবাক হই না, মনে হয় খুব স্বাভাবিক নিশ্চয়ই পাখিটা আমার মতো :)



১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

স্প্যানকড বলেছেন: তাই, দাঁড়াও খাঁচা কিনতাছি পাখির জন্য। হা হা হা :)

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

মিরোরডডল বলেছেন:




এ যেমন তেমন পাখি না চান্দু, একে কিছুতেই না পোষ মানানো যায়, না খাঁচায় ভরা যায়।

যে ট্রাই করবে, সে খাঁচায় ঢুকে যাবে কিন্তু পাখি উড়াল দিবে :)


১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০১

স্প্যানকড বলেছেন: আইচ্ছা, চ্যালেঞ্জ করা ঠিক না। পাখি এমনিতেই খাঁচার ভেতর আছে। পারলে উইড়া দেখাও ? মুখ বলে এক। হৃদয় দেয় অন্য সংকেত ! যে পাখি পোষ মানে না খাঁচায় থাকে না বন্দী আমি তারে ভালোবাসি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.