নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

পাপ !

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১০

তৈল চিত্র, শিল্পী মনিকা লুনিয়াক।

কি ভয়ানক পাপ করেছি
সবাই যেখানে শরীর নিয়ে ব্যস্ত
আর আমি ;
চেয়েছি কি না
হৃদয়!
প্রেম!
এ তো সহজ রাস্তা নয়।

তুমি
হ্যাঁ,
তুমি আমার সাত রাজার ধন
ইন্দ্রীয় থেকে স্বর্গীয় সুখ
ভেতরে মারো ধাক্কা
তুমি আমার এক আসমান তারা
চন্দ্র গোল তোমার মুখ।

তুমি যখন ভিজে গামছাটা দড়িতে ঝুলিয়ে
খোলা চুল নাড়তে নাড়তে আসমানে তাকাও
বারান্দার বাইরের রোদ টুকু ছুঁতে চাও
ইশ!
কি যে সুন্দর সে দৃশ্য
তুমি এমন থেকো বারোমাস
তুমি এমন করেই করে গেলে
আমার সর্বনাশ।

কি যে সুখ জ্বালা 
উফফ!
যেন এক পশলা বৃষ্টি শেষে মাটির সোঁদা গন্ধ
নাকের ভেতর দিয়ে মগজ ছুঁয়ে একদম বুক গহিনে ঘুরেফিরে রক্ত কোষে মিশে।

তুমি,
হ্যাঁ, তুমি আমার অসম্ভবের ভীড়ে
বিশাল সম্ভাবনার প্রতিক
একটা কার্যকরী টনিক
এক শ্বাসে কতটুকু নেয়া যায়?
যেখানে গোটা জীবন তোমার অপেক্ষায়
তোমার নামে সঁপে দেয়া যায়।





মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওয়াও দারুণ কবিতা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:১৯

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন খুব।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: কবি জীবনান্দ দাশের মত হলো- সকলেই কবি নয়, কেউ কেউ কবি।
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মত হলো- সকলেই কবি, কেউ কেউ নয়।

কবিতা অনেকেই লিখেন, কিন্তু শিল্পের বিচারে সব কবিতা উর্ত্তীণ হয় না। সে কারণে অবশ্য কবিতা লিখলেও সকলেই কবি নন। সে যাই হোক, কিছু কবিতাপ্রেমী মানুষ আছে যারা কবিতা লিখেন, কবিতা পড়েন, কবিতা ভাবেন। বাংলা কবিতার শুরু যে কবিতা, সেই চর্যা পদের কবিতাগুলো সুর করে গাওয়া হতো। বৌদ্ধ সহজিয়া সাধকেরা গাইতেন। কবিতা ও গানের সম্পর্ক তাই যমজের মতো।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩০

স্প্যানকড বলেছেন: ঘটনা সত্য। আবার এইটা ও সত্য মানুষের মতো হাত, পা, চোখ, কান, মগজ, সন্তান জন্ম দেয়ার ক্ষমতা থাকলেও অনেকে মানুষ নয়।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫৪

মিরোরডডল বলেছেন:




তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে
বন্ধু, তোরে খুঁজে বেড়াই সকাল-দুপুর-রাতে

আগুন জ্বেলেও পুড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ
তোর-আমার প্রেমে ছিল রে, বন্ধু, ছিল পুরোটাই পাপ






১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৬

স্প্যানকড বলেছেন: আহ ! ভেতরটা ছ্যাত কইরা উঠছে.... হা হা হা.... গানটা খুব প্রিয়। ভালো থেকো। ধন্যবাদ।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: হৃদয় চাওয়া তো পাপ নয়, পুণ্য হওয়ার কথা।

১৪ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৭

স্প্যানকড বলেছেন: অনেকে উহা বুঝেই না ! সে যাই হোক। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন খুব।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

স্প্যানকড বলেছেন: স্বাগতম । ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.