নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
ঠিকঠাক পায়নি মানুষ প্রেমের খবর
তাই অনেকে এতো ভয়ংকর!
সময় এবং সুযোগ পেলে
দিও উত্তর
আমার চুম্বন
ওষ্ঠে তোমার
যেন শিশির গলা রোদ্দুর।
তুমিও ভেংগে খানখান
আমিও নেশায় মাতাল
কখনো কখনো প্রেম হয়ে যায়
ডাক্তারের দোকান!
সমস্ত অলি গলিতে প্রেম ঘুরেফিরে আসে
কজন নাগাল পায় ?
লাই পেলেই তো
শরীরের ভেতর শরীর জন্মায়।
মাঝ রাত্রিতে
সাথী সম্বলহীন
দিশেহারা একটা ঝিঁঝি পোকা
জানালার কাছে
কি যেন শোনাতে চায়
হয়তো তোমার কথাই বলবে
তখন আমি উষ্ণ মুডে
গান ধরি পাগল প্রায়।
দীর্ঘকাল পরে
ছুঁতে চাইলেও কেউ
পারবে না যখন
তোমায় আমায় ছুঁতে
যেন হারিয়ে গেল গাছের জোড়া পাতা
ধুসর নরম সাদা তুষার কুয়াশায়।
ঠিক সে সময়
এ কবিতা একমাত্র রইল স্বাক্ষী
তোমার প্রেমই
আমার সর্বস্ব লুটে নিয়ে যায় ।
নর্তকীর পায়ে উঠেছে নতুন তাল আজ
তারাভরা রাত
রুপোলী চাঁদ
দিচ্ছে ভীষণ ডাক
সারা শরীরে
তোমার নখের চিহ্ন দাগ
তরতাজা কিছু চুমু
এসো প্রিয়
এসো
ফের হয়ে যাক।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৪
স্প্যানকড বলেছেন: তাই নাকি ! ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:১৩
কামাল১৮ বলেছেন: আমাদের একজন শারীরিক প্রেমের কবি আছে।এটা আমাদের অহংকার।
১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৬
স্প্যানকড বলেছেন: হা হা হা.... যাক হইছি তো কবি নাকি ! ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২১
মিরোরডডল বলেছেন:
দুরের তুমি আবার কাছে এলে
ভাসিয়ে দিতে আমায়
অথৈ নীলে
তারা ভরা রাত
দৃষ্টির দিগন্তে তুমি
এমন রুপালী আলোয়
হৃদয়ে রয়েছো তুমি
স্বপ্নে ভেসেছি আমি
২১ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৫:২০
স্প্যানকড বলেছেন: জানি না প্রেম কি? যা চেয়েছি মিলেছে শুধু ফাঁকি।
ধন্যবাদ সুন্দর গানটি দেবার জন্য। ভালো থেকো সব সময়
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর তবে একটু বড় হয়েছে কবি দা