নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
আমার জড়াইয়া ধইরা চুমাচুমি খাওয়ার অভ্যাস আছে
তাই দূরে থাইক মেয়ে
আরও বদ অভ্যাস আছে
না,
না,
মদ, বিড়ি, সিগারেট
ছি:!
ওসব একদম না
নেশা একমাত্র কবিতা ।
কি?
নারীর শরীর!
সে তো নানি, দাদি, ফুপু, খালা,
জননী, বোন, স্ত্রী, প্রেমিকা।
আমার দু চার দিন শুধু নলের জল
বন রুটিতে
জীবন যাপন করার অভ্যাস আছে
নরম বালিশের বদলে ইট
সড়কের ধুলা বালি
নোংরা জলে মানায় গেছি
একদম ফিট।
আরও বদ অভ্যাস আছে
না,
না,
দামী বাড়ি, গাড়ি
দিতে পারমু না
এমনকি গহনা।
চলবে কবিতা ?
বুকের ভেতর ভীষণ আগুন
বহমান নীল দরিয়া
সবাই আগুন নিতে পারে না
সবাই ভাসতে জানে না
তুমি পুড়ে যাবে
পুড়ে পুড়ে ছাই কয়লা।
জানি তো,
বড় পাষাণ বাস্তবতা
বড় পাষাণ এই দুনিয়া
তাই দূরে থাইক মেয়ে
কবিতা তোমার লগে খাটে না
যদিও
তুমি নিজেই একখান জমকালো অসমাপ্ত কবিতা।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:০১
মিরোরডডল বলেছেন:
এই কিউট ছবিটা দেখলেই পোষ্টে লাইক।
কবিতা পরে এসে পড়বো।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১
স্প্যানকড বলেছেন: কি পড়বে তো ? না হুদাই বলা কথার কথা। ভালো থেকো।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫
সোনাগাজী বলেছেন:
মনে হচ্ছে, কবি এখনো অবিবাহিত!
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৩
স্প্যানকড বলেছেন: আপনে আছেন বিয়া লইয়া। বিয়া ছাড়া জগত চলে চলতাছে চলব। ভালো থাকবেন খুব।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪
মিরোরডডল বলেছেন:
তুমি নিজেই একখান জমকালো অসমাপ্ত কবিতা।
লাস্ট লাইনটা ভালো হয়েছে কবি।
তাই দূরে থাইক মেয়ে
তবে তাই হোক, দূরে চলে যাই
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৫
স্প্যানকড বলেছেন: ঐ তোমারে দূরে যাইতে কইছে কে? তুমি দূরে গেলে কবিতার কি হবে? তাইলে কেমনে কি হুম? হা হা হা....
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
মিরোরডডল বলেছেন:
না হুদাই বলা কথার কথা
আমাকে তাই মনে হয়?
না পড়ে কখনও কমেন্ট করি?
বলার জন্য বলা এ কাজটা আমি করিনা।
সেদিন জানতে চেয়েছিলো নাহ, ছবির মতো কবি কিউট কিনা।
সেটা জানি না কিন্তু মনে হয় গুড সোল।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫
স্প্যানকড বলেছেন: না, তা মনে হয়নি কোনদিন। গুড সোল আছে কি না জানি না তবে সহজে মানুষ বিশ্বাস করি আর শেষমেশ যা হয় আর কি। আমি দোষে গুনে মানুষ তবে তুমি খুব খুব ভালো একজন মনের মানুষ। ভালো থেকো পাশে থেকো কিন্তু দূরে থাইক না মেয়ে। হা হা হা.....
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২
বাউন্ডেলে বলেছেন: কবিদের কথাও আমার কাছে কবিতা মনে হয়। ধন্যবাদ কবিদেরকে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২৮
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:২৯
কামাল১৮ বলেছেন: কিছু শব্দ কিছু উপমা খুবই ভালো লেগেছে।কিন্তু বিষয়টা ভালো বুঝতে পারিনাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৬
স্প্যানকড বলেছেন: এখানে বিরহ বেদনা চাওয়া না পাওয়ার কথা বলা হয়েছে। ভালো থাকবেন খুব।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার জড়িয়ে ধরে চুমু খাবার অভ্যাস আছে ? বলেন কী ! তবে তো আমাদেরও সাবধান থাকতে হবে !!!
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৭
স্প্যানকড বলেছেন: আমি আমার গর্ভধারিণী মা কে চুমু খাওয়ার কথা বলেছি। আপনার থেকে আমার সাবধানে থাকতে হবে দেখছি। ভালো থাকবেন।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১৮
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: তুমি নিজেই একখানা জমকালো অসমাপ্ত জমকালো কবিতা
হ্যাঁ , প্রেমিকা মাত্রই অসমাপ্ত কবিতা !!
২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৮
স্প্যানকড বলেছেন: হুম, একদম। ধন্যবাদ। ভালো থাকবেন সব সময়।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা চমৎকার হইছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৫
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সব সময়।
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৪
মিরোরডডল বলেছেন:
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার জড়িয়ে ধরে চুমু খাবার অভ্যাস আছে ? বলেন কী ! তবে তো আমাদেরও সাবধান থাকতে হবে !!!
লেখক বলেছেন: আমি আমার গর্ভধারিণী মা কে চুমু খাওয়ার কথা বলেছি। আপনার থেকে আমার সাবধানে থাকতে হবে দেখছি।
বুঝলাম না, এন্টেনার ওপর দিয়ে গেলো।
জড়িয়ে ধরে চুমু খাওয়া নিয়ে কেনো একে অপর থেকে সাবধান থাকতে হবে বলছে।
why you two are worried about it!!!!!!!!
Are you guys homo?
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:১৭
স্প্যানকড বলেছেন: ভালো মানের এন্টেনা খরিদ কর প্লিজ। শেষের প্রশ্নের উত্তর কি হওয়া উচিত? অস্তাগফেরুল্লাহ ! ওদিকে আমি এক্কেবারে নাই। চিন্তা করলে গা গুলিয়ে বমি আসে....।
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৫৫
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বুঝলাম না, এন্টেনার ওপর দিয়ে গেলো।
জড়িয়ে ধরে চুমু খাওয়া নিয়ে কেনো একে অপর থেকে সাবধান থাকতে হবে বলছে।
ওনার কবিতার প্রথম লাইনের দিকে মনযোগ দাও । কী লেখা তাতে ? সেটা পড়েই ফাজলামো করে বললাম । উনি যা বললেন তাতে দাঁড়ায় প্রথম লাইন থেকে শেষ অব্দি তিনি তাঁর মায়ের কথা বলেছেন হাহাহাহা । না না হলো না স্প্যানকড বুঝলো না !!
why you two are worried about it!!!!!!!!
Are you guys homo? B:-)
আস্তাগফিরুল্লাহ !! কী আর বলি ? !! এমন হলে দৃপ্রনিশার প্রেমে হাবুডুবু খেতাম ?
২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৩৫
স্প্যানকড বলেছেন: আমি জীবনের প্রথম চুমু মাকে খেয়েছি সেই অভ্যাস এর কথা বলেছি। এটা মা কে নিয়ে লিখা কবিতা নয় । আপনি বুঝতে ভুল করছেন। চুমু নিয়ে যা শুরু হইছে কি আর কমু! জয়া আহসান আর অনিবার্য এর কথা বলছি। সে যাই হোক ভালো থাকবেন।
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৮
মিরোরডডল বলেছেন:
দুই পাগলা একসাথে হয়েছে।
আমি ফান করেছি আর দুজনে সিরিয়াসলি আনসার দিচ্ছে।
I know who you are.
মানুষগুলো এত সহজ সরল!
দুজনের রিপ্লাই পড়ে আরেকটা ফান করতে চেয়েছিলাম কিন্তু করলাম না, যদি কান্না শুরু করে
গান দিয়ে যাই, অফিস শেষে পরে কথা হবে।
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮
স্প্যানকড বলেছেন: হ, আমি অত সহজে কান্দি না গো মেয়ে !
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: না কবি দা সুন্দর একটা ভাব আছে